Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৃণমূল নামক শ্যাওলা পরিষ্কার করতে, আমি ঝাঁটা এবং ব্লিচিং নিয়ে নামবো, কড়া বার্তা শুভেন্দুর

বাংলার কলতলাতে তৃণমূল শ্যাওলা। আর এই শ্যাওলা সাফ করতে পারে মাঠে নামতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) । সাথে রাখছেন ঝাঁটা ব্লিচিং। বুধবার ভগবানপুর ব্লকের বিজেপির একটি কর্মসূচিতে যোগ দিয়ে…

Avatar

বাংলার কলতলাতে তৃণমূল শ্যাওলা। আর এই শ্যাওলা সাফ করতে পারে মাঠে নামতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) । সাথে রাখছেন ঝাঁটা ব্লিচিং। বুধবার ভগবানপুর ব্লকের বিজেপির একটি কর্মসূচিতে যোগ দিয়ে এরকমটা ইঙ্গিত দিয়ে দিলেন বিজেপির নতুন সৈনিক। বিজেপিতে যোগদানের পর থেকেই শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় বিভিন্নভাবে তৃণমূলকে আক্রমণ করে গিয়েছেন। তার পুরনো দল এখন তার কাছে একটি কোম্পানিতে পরিণত হয়েছে। সমস্ত সভাতে কমবেশি তিনি একই কথা শুনিয়ে চলেছেন। এবারে তিনি এক ধাপ এগিয়ে তৃণমূলকে শ্যাওলার সঙ্গে তুলনা করে দিলেন।

অধিকারী বাড়ির মেজো সন্তান বললেন,” যেমনভাবে কলতলা বেশিদিন ব্যবহার না করলে শ্যাওলা পড়ে যায়, তার কোনায় কোনায় ব্লিচিং এবং ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে হয়। ঠিক তেমনভাবে বাংলার কলতলায় শ্যাওলা জমেছে। এই শ্যাওলা পরিষ্কার করতে হবে আমাদের। আমি এলাকার প্রতিটি কোনায় গিয়ে সভা করব। যদি গাড়ি না থাকে তাহলে পায়ে হেঁটে কিংবা বাইক নিয়ে সভা করব। কোনভাবেই আমাকে আটকানো সম্ভব হবে না।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অ্যালকেমিস্ট করতে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কেডি সিং (KD Singh) এর গ্রেফতারির ব্যাপারেও মন্তব্য করতে শোনা গেল তাকে। শাসক দলকে এদিন আক্রমণ করে বলেন,’ এই তৃণমূল কংগ্রেস নেতার সংস্থা বাংলার মানুষকে ঠকিয়েছে। গরিব মানুষকে ঠকিয়েছে। আমি বলব শুধুমাত্র গ্রেফতার না, সম্পত্তি বাজেয়াপ্ত করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট গরিব মানুষের কাছে টাকা ফিরিয়ে দিক।”

About Author