বাংলায় ভোট গণনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রথম রাউন্ডে গননা ইতিমধ্যেই প্রায় শেষের পথে। বাংলায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ইতিমধ্যেই প্রথম দফায় ভোট গণনার পরে নন্দীগ্রাম আসনি হেভিওয়েট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন। অন্যদিকে সেই জায়গায় পিছিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী।
সন্ধ্যে ৬.৩৫ – নাটকীয় পরিবর্তন! হঠাৎ করে দিদির থেকে নন্দীগ্রাম কেরে নিলেন দাদা। ব্যবধান কোথাও ১৬২২ তো কোথাও ১৯৫৭। কিছুই বোঝা যাচ্ছেনা কে আদৌ জিতেছে। যদিও নির্বাচন কমিশন এখনো কোনো সিদ্ধান্ত দিতে নারাজ।
বিকেল ৪.৩৫ – ১৭ রাউন্ড এর গণনা শেষে ১২০০ ভোটে জয় লাভ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
West Bengal CM Mamata Banerjee wins Nandigram constituency by 1200 votes, defeating BJP's Suvendu Adhikari.
(File photo) pic.twitter.com/kMzRKcmqJH
— ANI (@ANI) May 2, 2021
বিকেল ৩.৩০ – ১৫ রাউন্ড এর গণনা শেষে নন্দীগ্রাম আসনে ৮,০০০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুপুর ২.১২ : একাদশ রাউন্ডের শেষে ৩,৩২৭ ভোটে নন্দীগ্রামে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
সকাল ৯.১৫ – বালিগঞ্জের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় এগিয়ে রয়েছেন। পিছিয়ে রয়েছেন ডোমজুড় আসন থেকে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধান নগর কেন্দ্র থেকে সুজিত বসু এগিয়ে রয়েছেন।
সকাল ৯.২০ – ডেবরা আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। অরূপ বিশ্বাস এগিয়ে রয়েছেন টালিগঞ্জ কেন্দ্র থেকে। প্রথম রাউন্ডের পরে এগিয়ে রয়েছেন শোভন দেব। রুদ্রনীল অনেকটাই পিছিয়ে রয়েছেন। বালিগঞ্জ কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন ফুয়াদ হালিম। ইংরেজবাজার কেন্দ্র কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
সকাল ৯.২৫ – এগিয়ে রয়েছে নিশিথ প্রামাণিক। শালবনী থেকে পিছিয়ে সুশান্ত ঘোষ। খড়গপুর সদর আসন থেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী হিরন। সবং আসন থেকে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া। এগিয়ে রয়েছেন উদয়ন গুহ। যাদবপুর কেন্দ্রের দিকে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।
সকাল ৯.৩৫ – এন্টালী কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন স্বর্ণ কমল সাহা। রাজারহাট নিউ টাউন থেকে এগিয়ে রয়েছেন তাপস চট্টোপাধ্যায়। শিলিগুড়ি কেন্দ্রে এগিয়ে গিয়েছে বিজেপি। শীতলকুচি তে এগিয়ে রয়েছেন তৃণমূলের পার্থপ্রতিম। পাণ্ডবেশ্বর আবার বিজেপির জিতেন্দ্র তিওয়ারি এগিয়ে রয়েছেন।
সকাল ৯.৪০ – শিলিগুড়ি কেন্দ্রে ৪,২০০ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। বন্দর কেন্দ্রে অনেকটাই এগিয়ে গিয়েছে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। পোস্টাল ব্যালটে অনুযায়ী বর্তমানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১৪১ আসনে। অন্যদিকে বিজেপি এগিয়ে ১১০ আসনে। মেদিনীপুর সদর আসন থেকে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া।
সকাল ৯.৪৫ – দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে এবং এখনো পর্যন্ত মোটামুটি ৩,৪৬০ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। অনেকটা পিছিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া আসনে পিছিয়ে গিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী।
সকাল ৯.৫০ – সিঙ্গুর থেকে ১,৮০০ এর কিছুটা বেশি ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না। পিছিয়ে আছেন বিজেপি প্রার্থী মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য।
সকাল ৯.৫৩ – ব্যারাকপুর কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। ১,৭৫৯ ভোটে এগিয়ে রয়েছেন রাজ।
সকাল ৯.৫৫ – রাসবিহারী কেন্দ্রে এগিয়ে আছেন বিজেপির সুব্রত সাহা। পিছিয়ে গেছেন তৃণমূলের দেবাশীষ কুমার।
সকাল ১০ টা – বালিগঞ্জ কেন্দ্রে ৪,৮৩০ ভোটে এগিয়ে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায় তৃণমূল প্রার্থী। চৌরঙ্গীর এগিয়ে রয়েছে নয়না বন্দ্যোপাধ্যায়। বজবজে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। মেটিয়াবুরুজে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী।
সকাল ১০.০৫ – রাজারহাট গোপালপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। প্রথম রাউন্ড শেষে কসবা আসনে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী জাবেদ খান। অনেক পিছিয়ে রয়েছেন সংযুক্ত মোর্চার প্রার্থী শতরূপ। বেহালা পশ্চিম কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়।
সকাল ১০.১০ – কৃষ্ণনগর উত্তর আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী মুকুল রায়। প্রথম রাউন্ডের গণনা শেষে ১,৫০০ ভোটে এগিয়ে রয়েছেন মুকুল। কলকাতা বন্দর থেকে এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম। আপাতত প্রায় ১৩,০০০ ভোটে এগিয়ে রয়েছেন ফিরহাদ।
সকাল ১০.১৫ – তৃতীয় রাউন্ড গণনা শেষে ও নন্দীগ্রাম কেন্দ্রে পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮,২০৬ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এখনো বাকি ১৪ রাউন্ড গণনা। জামুরিয়া আসনে পিছিয়ে গিয়েছেন সংযুক্ত মোর্চার অন্যতম মুখ ঐশী ঘোষ। এই কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।
সকাল ১০.২০ – কামারহাটি কেন্দ্র থেকে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। জোড়াসাঁকো কেন্দ্র থেকে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিত। আসানসোল উত্তরে পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মলয় ঘটক। যাদবপুর কেন্দ্রে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার, ৪,৫০০ ভোটে বর্তমানে লিড নিয়েছেন দেবব্রত।
সকাল ১০.২৫ – সিঙ্গুরে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না। দ্বিতীয় রাউন্ড শেষে তার লিড ৩,৩৫৯ ভোট।
সকাল ১০.৩০ – ব্যারাকপুর কেন্দ্র থেকে এগিয়ে গেলেন রাজ চক্রবর্তী। কাশিপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে এগিয়ে গেলেন অতীন ঘোষ। তারকেশ্বরে এগিয়ে রয়েছেন বিজেপির স্বপন দাশগুপ্ত। মেদিনীপুর থেকে এগিয়ে রয়েছেন জুন মালিয়া। দূর্গাপুর পুর্ব আসনের এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। চন্ডীতলা কেন্দ্র থেকে পিছিয়ে গেলেন যশ দাশগুপ্ত এবং মোহাম্মদ সেলিম। এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী।
সকাল ১০.৩৪ – চন্ডিপুর আসন থেকে এগিয়ে গেলেন সোহম চক্রবর্তী। শীতলকুচি আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী
সকাল ১০.৩৫ – তৃণমূল কংগ্রেস বর্তমানে এগিয়ে রয়েছে ১২২টি আসনে। অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে ৬২টি আসনে।
সকাল ১০.৪০ – আমডাঙ্গা এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী। বারাসাতে মাত্র ২২ ভোটে এগিয়ে রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী। চন্দননগরে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন। লিড ৩,৫২৬। বেহালা পশ্চিম আসলে অনেকটা এগিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রথম রাউন্ড শেষে তার লিড ১,০৯৯ ভোট।
সকাল ১০.৪৫ – আসানসোল দক্ষিণ এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। প্রথম রাউন্ডের পরে তার লিড ২,০৩৩। ভবানীপুরে প্রায় ১০,০০০ এর বেশি ভোটে লিড নিয়ে নিয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায়। অনেকটা পিছিয়ে গেছে রুদ্রনীল ঘোষ। হাওড়ার বালি আসনে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী। পিছিয়ে গেলেন বৈশালী ডালমিয়া এবং দিপসিতা ধর।
সকাল ১০.৫০ – বারাসাত কেন্দ্রে এবার পিছিয়ে গেলেন তৃণমূল প্রার্থী চিরঞ্জিত। দ্বিতীয় রাউন্ড শেষে প্রায় ৭২১ ভোটে পিছিয়ে গেলেন তিনি। কামারহাটি দ্বিতীয় রাউন্ড শেষের পরেও এগিয়ে মদন মিত্র।
সকাল ১১.০০ – খরদা আসনে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী কাজল সিনহা। দমদম উত্তরে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু। রাজারহাট গোপালপুর এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। তৃতীয় রাউন্ড শেষে অনেকটা এগিয়ে গেলেন বারাসাতে তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী। ডেবরা আসনে ভারতী ঘোষ কে পিছনে ফেলে দিয়ে এগিয়ে গেলেন তৃণমূলের হুমায়ুন কবির। বর্তমানে তৃণমূল কংগ্রেস লিড করছে ১৯৫ আসনে।
সকাল ১১.১৫ – বিধান নগরে সুজিত বসুকে পিছনে ফেলে এগিয়ে গেলেন সব্যসাচী দত্ত। রাণীনগরে এগিয়ে আছেন সৌমিক হোসেন।অন্যদিকে বহরমপুরে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী কাঞ্চন মৈত্র। সুজাপুরে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী আব্দুল গনি।
সকাল ১১.২০ – রাইপূরে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী। তারকেশ্বরে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী পিছিয়ে গেলেন বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। রানিবাঁধ এলাকায় বিজেপি প্রার্থী এগিয়ে গেলেন মাত্র ৬৭ ভোটে। আসানসোল উত্তর আসনে এগিয়ে গেলেন মলয় ঘটক ১০,০০০ এর বেশি লিড নিয়ে। যাদবপুর আসনে অনেকটা পিছিয়ে গেলেন সুজন চক্রবর্তী। এগিয়ে গেলেন তৃণমূলের দেবব্রত।
সকাল ১১.২৪ – কাঁথি দক্ষিণের তৃণমূল প্রার্থী এগিয়ে গেলেন ১০৫ ভোটে। ভগবানপুরে মাত্র ৩১ ভোটে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী। টালিগঞ্জ ১৪,০০০ এর বেশি ভোটে এগিয়ে গেলেন অরুপ বিশ্বাস। কাশিপুর বেলগাছিয়া কেন্দ্রে এগিয়ে গেলেন অতীন ঘোষ। পানিহাটি কেন্দ্রে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী নির্মল ঘোষ। মুর্শিদাবাদের ভরতপুর এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী। বরানগর কেন্দ্রে পিছিয়ে গেলেন পার্নো মিত্র। অন্যদিকে এতক্ষণ পিছিয়ে থাকার পর এবারে রাজবিহারী কেন্দ্রে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমার। উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক কে পিছনে ফেলে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল।
সকাল ১১.২৮ – কৃষ্ণনগর উত্তর আসনে অনেকটা ব্যবধানে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী মুকুল রায়। অন্যদিকে আবারো পিছিয়ে গেলেন বিধান নগরে সব্যসাচী দত্ত। এগিয়ে গেলেন সুজিত বসু। এন্টালিতে বিশাল লিড নিলেন তৃণমূলের স্বর্ণ কমল সাহা। কসবায় ৪৭,৮৩৯ ভোটে লিড নিলেন জাভেদ খান।
সকাল ১১.৩৫ – ভবানীপুরে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়। ২২,০০০ এর বেশি ভোটে এগোলেন শোবনদেব। রুদ্রনীল অনেকটাই পিছিয়ে।
সকাল ১১.৪০ – বোলপুর, নানুর এবং লাভপুরে এগিয়ে গেলে তৃণমূল প্রার্থীরা। অনেকটা পিছিয়ে বিজেপি। রামপুরহাটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী আসিস বন্দোপাধ্যায়। অনেকটা পিছিয়ে বিজেপি প্রার্থী। অন্যদিকে কুলটিতে এগিয়ে গেলেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। বারুইপুর পশ্চিমে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায় । সিঙ্গুরে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না। হরিপাল আসনে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী করবি মান্না। চন্দননগরে ৭,০০০ এর কাছাকাছি ভোটে এগিয়ে গেলেন ইন্দ্রনীল সেন।
সকাল ১১.৫৫ – নন্দীগ্রামে এখনও এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী, কিন্তু ব্যবধান কমাল মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে পঞ্চম রাউন্ড শেষে ৩,৮৮৬ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। আসানসোল দক্ষিণ এগিয়ে রইল তৃণমূল কংগ্রেস পিছিয়ে গেলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। সায়নী ঘোষ এগিয়ে ৮৯৫ ভোটে।
সকাল ১২.২২ – বোলপুরে অনেকটা পিছিয়ে গেলেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। ১০,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী। সিউড়িতে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী। রাসবিহারীতে ২,৩০০ ভোটে এগিয়ে গেলেন দেবাশীষ কুমার। দুবরাজপুর এবং ময়ূরেশ্বর এগিয়ে গেল তৃণমূল।
সকাল ১২.৪৮ – ভাঙ্গরে এগিয়ে গেলেন আইএসএফ প্রার্থী।
বেলা ১২.৫২ – গাইঘাটায় বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর এগিয়ে গেলেন ১৬২৫ ভোটে।
বেলা ১২.৫৫ – খেলা হচ্ছে তো? টুইট করলেন মিমি।
বেলা ১.৩০ – দুর্বার গতিতে এগোচ্ছে তৃণমূল। বর্তমানে ২০৭টি আসনে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড। অন্যদিকে ধুঁকতে শুরু করেছে গেরুয়া শিবির । মাত্র ৮১ সিটে এগিয়ে বিজেপি।