শনিবার শুভেন্দু অধিকারী যোগ দিতে চলেছেন বিজেপির সভা তে। সেখানে তিনি বিজেপিতে যোগদান করবেন এরকম কর্মসূচি রয়েছে। শনিবার রাজ্য সফরে আসতে চলেছেন অমিত শাহ। সেই সফরে গেরুয়া শিবিরে নাম লেখাবেন শুভেন্দু। সূত্রের খবর, শাহের সাথে একই চপারে করে নামতে চলেছেন শুভেন্দু অধিকারী। ফলে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক পারদ আরো তুঙ্গে। ওই সভাটি শুভেন্দু অধিকারী ছাড়াও আরো ১০ বিধায়ক বিজেপিতে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
শুভেন্দু অধিকারীর সাথে আরো অনেকেই দল ছেড়েছেন। শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা। শনিবার সেই মাহেন্দ্রক্ষণ আসতে চলেছে বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। এদিকে, দিল্লি থেকে রাজ্য সফরে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মেদিনীপুর কলেজে জনগণের উদ্দেশ্যে সভা করবেন তিনি। তবে বর্তমানের দিল্লিতে রয়েছেন শুভেন্দু অধিকারী ও। জানা যাচ্ছে, অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী একইসঙ্গে আসবেন।
সূত্রের খবর, কপ্টারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে একসাথে সভা স্থানে আসবেন শুভেন্দু। তারপর সেই সভা থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন তিনি। শুভেন্দুর ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, শুধুমাত্র শুভেন্দু নন, তার সাথে আরও ১০ তৃণমূল বিধায়ক শনিবার বিজেপিতে যোগ দিতে চলেছেন। সকলেই সেই সভাতে নাম লেখাবেন গেরুয়া শিবিরে। সমস্ত জল্পনাকে সত্যি করে, এদিন রাত্রে তৃণমূল ত্যাগ করেছেন শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি। জানা যাচ্ছে, অমিত শাহ এর সভাতে শুভ্যেন্দুর সাথে তিনিও বিজেপিতে যোগ দিতে চলেছেন।
এদিকে বৃহস্পতিবার বিধানসভার স্পিকারের সচিবালয়ে গিয়ে নিজের ইস্তফা পত্র জমা করেছেন শুভেন্দু। পরবর্তীকালে তিনি ইমেইল করেও তার ইস্তফা পত্র পাঠিয়েছেন। তবে শুভেন্দুর পদত্যাগপত্র এখনো পর্যন্ত গ্রহণ হয়নি বলে জানানো হয়েছে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন,”আমি সন্তুষ্ট না হলে ইস্তফা গ্রহণ করতে পারবোনা। ভারতীয় সংবিধান এবং পশ্চিমবঙ্গের বিধানসভার নিয়ম পর্যালোচনা করে দেখেছি, একজন সদস্য পদত্যাগ করতে চাইলে স্পিকারের সামনে হাজির হতে হবে। পাশাপাশি, ই-মেইলের মাধ্যমে পাঠানো ইস্তফাপত্র তারিখের কোন উল্লেখ ছিল না। চিঠিতে কোন তারিখ নেই। তাই আমার পক্ষে এই ইস্তফা পত্র গ্রহণ করা অসম্ভব।” আগামী সোমবার দুপুর ২ টো নাগাদ শুভেন্দু অধিকারী কে ডেকে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, সেখানে শুভেন্দু সশরীরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার ইস্তফা দেবেন।