গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ প্লাস্টিক বর্জনে চাই সচেতনতা। এটা শুরু করুন নিজেকে থেকে। বাজারে গিয়ে জিনিস কিনলে প্লাস্টিক না খুজিলেই এটার ব্যবহার কমে যাবে। আস্তে আস্তে পরিচ্ছন্নতা শুরু করুন নিজের বাড়ির সামনে থেকে। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহবানে আমরা এই কর্মসূচি নিয়েছি। প্রতিটা সরকারি হাসপাতাল, সরকারি দপ্তরে ধারাবাহিকভাবে এটা করব।
শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পরিছন্নতা কর্মসূচিতে এসে এ কথা বলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, আমরা ঠিক করেছি মাসের একটা দিন এই পরিছন্নতা কর্মসূচি প্রতিটা সরকারি দপ্তর বা হাসপাতলে পালন করব। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা সভাধিপতি শম্পা ধাড়া, সহ সভাধিপতি দেবু টুডু, বিশিষ্ট সমাজসেবী খোকন দাস সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গণ, ও সরকারি আধিকারিকরা।