Sapna Chaudhary: নীল রঙের ডিজাইনার সালোয়ার কামিজে হরিয়ানভী গানে স্বপ্না চৌধুরীর নাচ, ভাইরাল ভিডিও

এখনকার দিনে সারা ভারতে হরিয়ানভি গানের একটা আলাদা জনপ্রিয়তা তৈরি হয়েছে। আর এই হরিয়ানভি গানের জনপ্রিয়তার কারণেই এই হরিয়ানভির নৃত্যশিল্পীরা এখন সারা ভারতে বেশ পপুলার হয়ে উঠেছেন। এই হরিয়ানার নৃত্য শিল্পের দুনিয়ায় কয়েকজন তারকা এমন রয়েছেন যারা বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রিকে একা হাতে টেনে নিয়ে চলেছেন। এরকমই একজন শিল্পী হলেন স্বপ্না চৌধুরী। এখনকার দিনে তিনি একজন তারকা থেকে কম নন। বলিউড তারকাদের যেরকম জনপ্রিয়তা থাকে, সেরকমই জনপ্রিয়তা এখন স্বপ্না চৌধুরীর কাছেও রয়েছে। বর্তমানে তার পুরনো নাচের ভিডিওর পাশাপাশি বেশ কিছু নতুন নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে পাচ্ছে বেশ ব্যাপক জনপ্রিয়তা।

ভাইরাল হলো স্বপ্নার এই ভিডিও

সম্প্রতি তাকে দেখা যাচ্ছে ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় হতে। Instagram এ তিনি একটি নতুন অ্যাকাউন্ট খুলেছেন এবং ইতিমধ্যেই এক মিলিয়নের বেশি মানুষ এই একাউন্টে ফলো করতে শুরু করেছেন। তার জনপ্রিয় তা যেন প্রতিদিন বাড়ছে। আগে মনে করা হতো স্বপ্না চৌধুরীর নাচ দেখার জন্য শুধুমাত্র ৪০ বছরের বেশি বয়সের মানুষরা যেতেন। কিন্তু এখন ব্যাপারটা একটু অন্য হয়ে গিয়েছে। তিনি যেভাবে নিজেকে নতুন করে সবার সামনে তুলে ধরেছেন তাতে যুবকরাও কিন্তু তার নাচ দেখতে বেশ আগ্রহী। সম্প্রতি তাকে আমরা দেখতে পাচ্ছি একটি অনুষ্ঠানে এসে তিনি একেবারে মঞ্চ মাতিয়ে দিয়েছেন তার নাচের মাধ্যমে। তার এই নাচ সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

নীল সালোয়ার কামিজ পরে করলেন দারুন নাচ

কিছুদিন আগেই একটি নতুন ভিডিও তার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে তাকে দেখা যাচ্ছে, গোরি চল জাভেগি গানের সঙ্গে দুরন্ত নাচ করতে। এই নাচের ভিডিওতে তার পরনে রয়েছে একটি নীল রঙের সালোয়ার কামিজ। এই ড্রেসে তাকে দুরন্ত দেখাচ্ছে সকলের সামনে। তার এই নাচ দেখার জন্য দুর দুর থেকে দর্শকরা এসেছেন। সবার সামনেই মঞ্চের উপর দাঁড়িয়ে স্বপ্না চৌধুরী এই দুরন্ত নাচ করেছেন। ইনস্টাগ্রামে এই নাচের ভিডিও পোস্ট করা হয়েছে। এই মুহূর্তে লক্ষাধিক মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন। আপনি যদি এখনো এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে নিন এক্ষুনি।