‘রসের খাজানা’, বিয়ে বাড়িতে তুমুল নেচে আসর জমালো সুন্দরী যুবতী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক কিশোরী নিজের নাচের প্রতিভার সূত্র ধরেই পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে। প্রশংসাও পেয়েছেন নেটনাগরিকদের একাংশের মাঝে। বর্তমানে তার কোন নাচের ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে,তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।
২ বছর আগে ইউটিউবের ‘স্বপ্নীল ফটোগ্রাফি এফএসডিএম’ থেকে এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে এই ঝলক ৭৩ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। খুব সম্ভবত কোনো বিয়েবাড়িরই ঝলক ছিল এটি। ঝলকে এক কিশোরীকে টলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘বচ্চন’এর গানের তালেই আসর জমাতে দেখা গিয়েছিল। আকৃতি কক্করের গাওয়া ‘যতই ঘুড়ি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে’ এই গানের তালেই পর্দার শুভশ্রী গাঙ্গুলীকে টেক্কা দিতে দেখা গিয়েছিল তাকে। ঘিয়ে রঙের সালোয়ার কামিজই ছিল তার পরনে। তিনি যে যথেষ্ট দক্ষতার সাথেই এদিনের এই আসর জমিয়েছিলেন, তা তার ঘনিষ্ঠদের হাততালিতেই স্পষ্ট হয়েছে। ভিডিওতে নজর রাখলেই সেই ঝলক মিলবে।