নিউজরাজ্য

মিষ্টির দোকান খোলার নতুন সময়সীমা ঘোষণা রাজ্য সরকারের

Advertisement

রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আজ নবান্নে জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে প্রথমে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে বক্তব্য পেশ করা হয়। সেখানে বলা হয়েছে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৪৪ ও মৃত্যু হয়েছে মোট ১০ জনের।

এই বৈঠকে মুখ্যমন্ত্রী মিষ্টির দোকানদারদের সুবিধার্থে দোকানগুলি খোলার সময়সীমা বাড়িয়ে দেন। আগে বলা হয়েছিল দুয়ার ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দোকান খোলা থাকবে, এখন থেকে সেই সময় বাড়িয়ে সকাল ৮ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, মিষ্টির দোকানদাররা দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দোকান খুললে সেরকম লাভ হচ্ছে না বলে মুখ্যমন্ত্রীর কাছে আক্ষেপ করেছিলেন। তাই হয়তো এই সময়ের পরিবর্তন।

অন্যান্য দোকান খোলার সময় সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত। আর রেশন দোকান খোলা থাকবে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। তবে আজ বৈঠকে খাদ্যবণ্টন নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রকাশ না করলেও খাদ্য দপ্তরে যে নিয়োগ করা হচ্ছে নতুন সচিব এমনটাই ঘোষণা করেন তিনি।

Related Articles

Back to top button