দেশনিউজ

শরীরে কী কী উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করবেন? জানালেন বিজ্ঞানীরা

Advertisement

অল্প জ্বর জ্বর ভাব, কাশি হলেই মনে করছেন করোনা হয়েছে? যদিও করোনার প্রাথমিক উপসর্গ এগুলো হলেও, সবসময়ই জ্বর জ্বর ভাব এবং কাশি হলেই কিন্তু তা করোনা নয়। তবে কিভাবে বুঝবেন আপনি করোনা আক্রান্ত কিনা? ঠিক কোন কোন উপসর্গ দেখা দিলে বুঝবেন যে আপনার করোনা হয়েছে? সম্প্রতি, মেডিক্যাল জার্নালে এই বিষয়ে বিশেষ গাইডলাইন দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিশেষজ্ঞ চিকিৎসকদের দল কি কি উপসর্গ দেখলে একজন মানুষের করোনা পরীক্ষা করা উচিত সেই বিষয়ে জানিয়েছেন মেডিক্যাল জার্নালে। দেখে নিন তাঁরা কি বলছেন-

ফ্রন্টনিয়ার্সের ‘পাবলিক হেলথ’ মেডিক্যাল জার্নালে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, সাধারণ জ্বর বা সর্দি-কাশি মানেই যে করোনা, এমনটা মোটেই নয়। ঠান্ডা লেগেও সাধারণ ভাইরাল জ্বর বা সর্দি কাশি হতে পারে। এগুলির জন্য করোনার পরীক্ষা করানোর কোনো দরকার নেই। বরং কয়েকটি উপসর্গ পরপর দেখা গেলেই করোনার পরীক্ষা করানো উচিত। সেগুলি হলো

১. করোনা সংক্রমণের প্রথম উপসর্গ শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া এবং সেখান থেকেই জ্বর আসা।

২. জ্বরের সঙ্গেই সর্দি বা শুকনো কাশি। এই কাশি ক্রমাগত চলতেই থাকবে।

৩. সারা শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হবে। বিশেষত পেশির ব্যথায় কাবু হবে রোগী।

৪. একইসাথে বমিভাব, ঝিমুনি দেখা দেবে। কিছুদিন পর থেকেই হজমের সমস্যা শুরু হবে। পেট খারাপও হতে পারে রোগীর।

করোনার প্রাথমিক লক্ষণ এগুলো। এগুলো যখন দেখা দেবে তখনই করোনার পরীক্ষা করতে হবে। সঠিক সময়ে করোনা রোগীর চিকিৎসা শুরু না হলে তীব্র শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। সেইসঙ্গে বুকে ব্যাথাও শুরু হবে। চিকিৎসকরা বলছেন, করোনা সংক্রামিত হলে অনেকেরই প্রাথমিক পর্যায়ে হাতের কনুই, আঙুল বা পায়ের আঙুল, গোড়ালিতে লালচে-বেগুনি র‍্যাশ হতে দেখা যায়। কখনও সেটা দগদগে ঘা হয়ে যায়। কারও ক্ষেত্রে তা এক সপ্তাহের মধ্যে মিলিয়েও যায়। এই ধরণের কোনো লক্ষণ দেখলে সাথে সাথেই চিকিৎসকের কাছে যেতে হবে।

Related Articles

Back to top button