সুন্দরী, রুপবতী, গুনবতী, সফল, সিঙ্গল! আর এই ‘সিঙ্গল’ থাকা নিয়ে বরাবরই প্রশ্নের মুখোমুখি পড়েছে সালমান, রণবীরের মত সেলব্রেটি খ্যাতনামা অভিনেতা, অভিনেত্রীরা। ঠিক তেমনই অভিনেত্রী তাব্বুও প্রশ্নের মুখে পড়ে মুখ খুললেন।
কেন তিনি বিয়ে করছেন না? তার কি কারো সাথে কোনও সম্পর্ক আছে? নাকি রয়েছে অন্য কোনও কারণ ? বিভিন্ন প্রশ্নের মুখে পড়ে কৌতূ্হল মেটালেন খোদ অভিনেত্রী তাব্বুই। তাকে প্রশ্ন করতেই উত্তর মেলে, ”আমার বিয়েই হল না অজয় দেবগনের জন্য!”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতব্বুর রসিক উত্তর, যৌবনের দিনগুলোতে তব্বুর বোন সমীরা এবং অজয় মিলে নাকি যে ছেলেই তব্বুর সঙ্গে কথা বলতে চাইত তাঁদের হঠিয়ে দিত। এই কারণেই কোনও সম্পর্ক গড়ে উঠতে পারেনি। তাব্বু আরও জানান যে, অজয় দেবগন আর তাঁর যোগাযোগ দীর্ঘদিনের। পেশাদার ক্ষেত্র টপকে বহুকাল আগেই সম্পর্ক গড়িয়েছে পারিবারিক স্তরে।