জামিনে মুক্তি পেলে রিয়া চক্রবর্তীর সাথে কাজ করতে চান এই অভিনেতা

সুশান্ত মৃত্যু কেসের জল অনেক দূর গড়িয়েছে। এসে ঠেকেছে মাদকে। সম্প্রতি এনসিবি-র ম্যারাথন জেরায় নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেন রিয়া চক্রবর্তী। তিনি নিজে মাদক নিতেন এবং মাদক রাখতেন ও মাদক কিনতেন। এছাড়াও এনসিবি-র কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলে সূত্রের খবর। কিন্তু সংগশোধনাগারে বসেও রিয়া পেয়ে গেলেন সিনেমায় চান্স। জেলের বাইরে থেকে যেই সুযোগ পাননি … Read more