শিল্পী অশোক গুপ্তকে সম্মান জানাতেই তাঁর নামাঙ্কিত থিম ভেবেছে জগৎ মুখার্জি পার্ক
কলকাতা: আজ, বৃহস্পতিবার মহাষষ্ঠী। করোনা পরিস্থিতির মধ্যেই মা দুর্গার আরাধনা শুরু হয়ে গিয়েছে। করোনা আবহের মধ্যে কলকাতায় থিমের প্রভাব রয়েছে এবারের পূজোতেও। উত্তর কলকাতায় অন্যতম জনপ্রিয় পুজো হচ্ছে জগৎ মুখার্জি পার্কের পুজো। আর এবার সেখানে থিমে উঠে এসেছে শিল্পী অশোক গুপ্তর শিল্পীসত্ত। কার্যত অশোক গুপ্তর শিল্পীসত্তাকে সম্মান দেওয়ার জন্যই এই অভিনব ভাবনা ভেবেছেন পুজো উদ্যোক্তারা। … Read more