শুরু হল জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান, পুজোর আগেই কি চালু হবে যাত্রা?
জোকা থেকে বিবাদীবাগ পর্যন্ত রুটে হয়ে গেল কলকাতা মেট্রোরে নতুন রুটের ট্রায়াল রান। পরীক্ষামূলকভাবে মেট্রো চালানো হলো জোকা থেকে তারাতলা পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার রুটে। ২০ মিনিটের এই ট্রায়াল রানের সর্বোচ্চ গতি ছিল ২৫ কিলোমিটার। বৃহস্পতিবার এই সাড়ে ছয় কিলোমিটার রুটে মেট্রো ছুটল প্রথমবার। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই লাইনে ইতিমধ্যেই চাকা গড়ালো মেট্রো। কার শেডের … Read more