১৫ ই নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করা ফ্র্যাঞ্চাইজি গুলিকে সময় দেওয়া হয়েছিল খেলোয়াড় ছাড়ার জন্য। এরপর আর কোন খেলোয়াড় নেওয়া বা ছাড়া যাবে না। এবার কোনো খেলোয়াড় নিতে হলে ১৯শে ডিসেম্বরের নিলাম থেকে নিতে হবে।
দেখে নেয়া যাক কোন ফ্র্যাঞ্চাইজি কোন খেলোয়াড়দের ছেড়ে দিল। বন্ধনীর মধ্যে নিলামে খরচ করার মত কোন দলের কাছে কত টাকা রইল।
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর(২৭.৯০ কোটি)
মার্কোস স্টোইনিস, শিমরন হেটমায়ার, আকাশদীপ নাথ, নাথান কুল্টার-নাইল, কলিন ডি গ্র্যান্ডহোম, প্রয়াস রয় বর্মন, টিম সাউদি, কুলওয়ান্ত খেজরোলিয়া, হিম্মত সিং হেনরিক ক্লাসেন, মিলিন্দ কুমার, ডেল স্টেইন।
চেন্নাই সুপার কিংস(১৪.৬০ কোটি)
মোহিত শর্মা, স্যাম বিলিংস, ডেভিড বিলে, ধ্রুব শোরে, চৈতন্য বিষ্ণোই।
কলকাতা নাইট রাইডার্স(৩৫.৬০ কোটি)
অনরিক নর্তজ, কার্লোস ব্রেথওয়েট, ক্রিস লিন, জো ডেনলি, ম্যাট কেলি, নিখিল নায়ক, কে সি ক্যারিয়াপ্পা পীযূশ চাওলা, পৃথ্বী রাজ ইয়ারা, রবিন উথাপ্পা, শ্রীকান্ত মুন্ধে।
দিল্লি ক্যাপিটালস(২৭.৮৫ কোটি)
কলিন ইংগ্রাম, কলিন মুনরো, হনুমা বিহারি, মনজোত কালরা, বান্দারু আইয়াপ্পা, নাথু সিং, ক্রিস মরিস, জলজ স্যাক্সেনা, অঙ্কুশ বাইনস।
সানরাইজার্স হায়দ্রাবাদ(১৭ কোটি)
ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, মার্টিন গুপ্তিল, দীপক হুডা, রিকি ভূঁই।
কিংস ইলেভেন পাঞ্জাব(৪২.৭০ কোটি)
ডেভিড মিলার, অ্যান্ড্রু টাই, স্যাম কুরন, বরুণ চক্রবর্তী।
মুম্বাই ইন্ডিয়ান্স(১৩.০৫ কোটি)
যুবরাজ সিং, এভিন লুইস, অ্যাডাম মিলনে, জেসন বেহরেন্ডারফ, বারিন্দর স্রান, বেন কাটিং,পঙ্কজ জয়সওয়াল।
রাজস্থান রয়্যালস(২৮.৯০ কোটি)
অ্যাশটন টার্নার, ওশেইন থমাস, শুভম রঞ্জন, প্রশান্ত চোপড়া, ইশ সোধি, আর্যমন বিড়লা, জয়দেব উনাদকাত, রাহুল ত্রিপাঠি, স্টুয়ার্ট বিনি, লিয়াম লিভিংস্টোন, সুধেশন মিধুন।