মূখ্যমন্ত্রী হওয়ার মতো সমস্ত গুন রয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের মধ্যে। এমনটাই মনে করেন বিজেপির প্রাক্তন মন্ত্রী পোন রাধাকৃষ্ণন। একই সাথে, রজনীকান্ত যথেষ্ট জ্ঞানী ও সৎ বলে জানান তিনি। এই দক্ষিণী সুপারস্টার যদি নিজের দল তৈরী করে রাজনীতিতে আসেন তাহলে বিজেপি তাঁর সাথে জোট করতে আগ্রহী বলে জানিয়েছেন এই বিজেপি নেতা। নাহলে রজনীকান্তের জন্য বিজেপির দরজা সবসময় খোলা রয়েছে বলেও জানান তিনি। তাঁর কথায়, ‘আমার হৃদয় থেকে সুপারস্টারকে বিজেপি আসার আমন্ত্রণ জানাচ্ছি। উনি যদি আমাদের দলে আসেন তাহলে আমি খুবই খুশি হবো।’ অন্যদিকে রজনীকান্তও বিজেপির প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। এর আগে মুম্বাইয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে ‘কৃষ্ণ-অর্জুন’ জুটির সাথে তুলনা করেন।
রাজনৈতিক মহল অবশ্য মনে করছে এর পেছনে রয়েছে অন্য অঙ্ক। দক্ষিণের এই গুরুত্বপূর্ণ রাজ্যে বিজেপির বিধায়ক ও সাংসদ সংখ্যা নিতান্তই কম। তাই ২০২১-এর বিধানসভা ভোটে সিনেমার সুপারস্টারকে কাজে লাগিয়ে বাজিমাত করার চেষ্টা করছে বিজেপি। কারণ, তামিলনাড়ুর ইতিহাস বলছে রাজ্য রাজনীতিতে বরাবর দাপট দেখিয়েছেন সুপারস্টাররাই।