দেশনিউজ

৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত এই রাজ্যে বাড়ানো হল লকডাউন

Advertisement

তামিলনাড়ু: সারা দেশ জুড়ে করোনা প্রতিদিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আর তার মাঝেই  আনলক-৪ এর ঘোষণা করেছে কেন্দ্র । সব ঠিক মতন চললে আগামী মাসের শেষের দিকে খুলতে পারে স্কুল। তবে সেক্ষেত্রে কমটেনমেন্ট জোনের বাইরে হতে হবে স্কুলগুলি। আর এসবের মাঝেই তামিলনাড়ুতে বাড়ানো হয়েছে লকডাউন।

তামিলনাড়ুতে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন, রবিবার এমনটাই জানান মুখ্যমন্ত্রী এদাপদী কে পলানিসস্বামী। রবিবার পর্যন্ত তামিলনাড়ুতে করোনা আক্রান্ত হয়েছে ৫২,৭২৬জন। আগের তুলনায় তামিলনাড়ুতে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা।

স্বাস্থ্য মন্ত্রনালয়ের মতে, তামিলনাড়ুসহ ,মহারাষ্ট্র, দিল্লি, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গতে আগের থেকে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু তাও বিধি নিষেধ মেনে খোলা হচ্ছে লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা। গত ২৪ ঘন্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ৭৮,৭৬১ জন। সব মিলিয়ে সারা ভারতে যা করোনা আক্রন্তের সংখ্যা তা নতুন করে যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রের ।

Related Articles

Back to top button