Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বক্সঅফিসে বাজিমাত, অজয় দেবগনের ‘তানহাজি’ ২০০ কোটির ক্লাবে

কৌশিক পোল্ল্যে: ট্রেলার রিলিজের পর থেকেই এই ছবি নিয়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে, তারই প্রতিফলন ঘটল বক্সঅফিসেও। তৃতীয় সপ্তাহেও সগৌরবে প্রেক্ষাগৃহে অজয় দেবগনের ‘তানহাজি- দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার’। অজয় দেবগন ছাড়াও…

Avatar

কৌশিক পোল্ল্যে: ট্রেলার রিলিজের পর থেকেই এই ছবি নিয়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে, তারই প্রতিফলন ঘটল বক্সঅফিসেও। তৃতীয় সপ্তাহেও সগৌরবে প্রেক্ষাগৃহে অজয় দেবগনের ‘তানহাজি- দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার’।

অজয় দেবগন ছাড়াও ছবিতে তার বিপরীতে রয়েছেন কাজল, তাহনাজির স্ত্রীর ভূমিকায় এবং ছবিতে খলনায়ক হিসেবে সঈফ আলি খানের উপস্থিতি সিনেমাটিকে একটি নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ এর নতুন হিরো সুপারস্টার ‘রজনীকান্ত’

এই ছবি দর্শকমনে বেশ জায়গা করে নিয়েছে। সাংবাদিকসহ সমালোচকরাও ছবির ভূয়সী প্রসংশা করেছেন, যার ফলস্বরূপ ছবির বক্সঅফিস কালেকশন 200 কোটি ছাড়িয়ে গেল এবং এখনও বহু হলে হাউসফুল চলছে এই ছবি।

অজয়-কাজল-সঈফ যুগলবন্দী ছাপিয়ে গেল সকলকে। এবছরের সেরা ওপেনিং এর রেকর্ড ছুঁল এই ছবিটি। উল্লেখ্য ওই একই সময়ে দীপিকা পাডুকোনের বহু প্রতিক্ষিত ছবি ‘ছপাক’ মুক্তি পায় কিন্তু এই ছবির বক্সঅফিস কালেকশন অনেকটাই শ্লথ। বক্সঅফিস যুদ্ধে তাই এবার জিতল অজয়ের ‘তানহাজি’।

About Author