কেটে গেছে ৫ মাস, আবার খুললো তারকেশ্বর মন্দির

তারকেশ্বর :  করোনা আতঙ্কে চলতি বছরের মার্চ মাস থেকে দেশ জুড়ে চলছিলো কড়া লকডাউন। লকডাউনের প্রভাবে বন্ধ হয়ে যায় স্কুল, কলেজ, রেস্তোরা, শপিং মল, মন্দির এবং সকল ধর্মস্থান। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হলেও জুন মাস থেকে  করোনা বিধি আর নিরাপত্তা বজায় রেখে একে একে খুলেছে দোকান বাজার , অফিস, শপিং মল।

আর সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই দেশ জুড়ে আনলক-৪ চালু হয়েছে। যার জেরে আগামি সপ্তাহ থেকে চলবে মেট্রো। এমনকি কন্টেনমেন্ট জোনের বাইরে থাকা স্কুল গুলিও একে একে খুলবে। আর এসবের মধ্যেই এবার খুলে দেওয়া হল তারকেশ্বর মন্দির।

গতকাল মন্দির খোলার বিষয় নিয়ে একটি বৈঠকও হয়। যেখানে উপস্থিত ছিলেন পুরোহিত মণ্ডলী, বিডিও, প্রদর্শক মণ্ডলী পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান এবং স্থানীয় ব্যবসায়ীরা। আলোচনার পর পুণ্যার্থীদের জন্য মন্দির খোলার সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ।

করোনার সংক্রমণ মাথায় রেখেই সতর্কতা মেনে চলছে মন্দিরের দর্শন পর্ব। এমনকি ভক্তদের জন্য গর্ভগৃহে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মন্দিরের ৩টি গেট পর্যায়ক্রমে খোলা হবে। এমনকি চোঙের  মাধ্যমেই জল ঢালছেন ভক্তরা।