মাত্র ১৩ হাজার টাকায় সাইকেল লঞ্চ করল TATA, আজই কিনুন ৪ হাজার টাকা ডিসকাউন্টে
ভারতে BMX রাইডিং দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে এই ধরনের আধুনিক সাইকেল লঞ্চ করেছে টাটা কোম্পানি।
বিগত কয়েক বছরে ভারতের বাজারে একাধিক সাইকেল লঞ্চ করেছে টাটা ইন্টারন্যাশনাল। বর্তমানে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে দিনের পর দিন ইলেকট্রিক গাড়ি এবং সাইকেলের চাহিদা বেড়েই চলেছে। ফলে চিরাচরিত প্রথা ভেঙে ইলেকট্রিক গাড়ি নির্মাণে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের সবচেয়ে বড় অটোমোবাইল কোম্পানি টাটা মোটরস। যদিও টাটা মোটরস সরাসরি সাইকেল নির্মাণ না করলেও তাদের সাবসিডিয়ারি একাধিক কোম্পানি বর্তমানে সাইকেল নির্মাণ করছে ভারতের বাজারে।
সম্প্রতি টাটা ইন্টারন্যাশনালের সাবসিডিয়ারি কোম্পানি স্ট্রাইডার সাইকেলস কন্টিনো নয়েজি বয় সাইকেল লঞ্চ করেছে। যার দুর্দান্ত বৈশিষ্ট্য ইতিমধ্যে ভারতের বাজারে আকর্ষণীয় করে তুলেছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের এই সাইকেলটি নতুন থেকে পেশাদার ক্রীড়াবিদ সকল স্তরের রাইডারদের চাহিদা মেটাতে ডিজাইন করা হয়েছে। তাছাড়া পারফরমেন্স এবং লাইফটাইম ব্যবহারের জন্য সাইকেলটি নির্মাণ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে।
মূলত, ভারতে BMX রাইডিং দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে এই ধরনের আধুনিক সাইকেল লঞ্চ করেছে টাটা কোম্পানি। নয়েজি বয় সাইকেল গ্রাহকদেরকে সেরা পারফরম্যান্স উপহার দেবে বলেও দাবি করেছেন কোম্পানিটির প্রধান কর্মকর্তা রাহুল গুপ্তা। সাইকেলটি BMX হ্যান্ডেলবার এবং একটি 360-ডিগ্রি ফ্রিস্টাইল রোটার দিয়ে সাজানো হয়েছে। তাছাড়া এতে ব্যবহার করা হয়েছে U আকৃতির ব্রেকিং সিস্টেম। যা গ্রাহকদের আরও নিরাপত্তা রাইডিং অফার করবে। আমরা এই নিবন্ধে আপনাদের বলে রাখি, যদি এখন আপনি দুর্দান্ত এই সাইকেলটি ক্রয় করেন তবে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং Amazon শপিং অ্যাপে ৪,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।