এক লাখ টাকা হল ২ কোটি! টাটা গ্রুপের এই শেয়ারে রিটার্ন ২০,০০০ শতাংশের থেকেও বেশি
কয়েক বছরের মধ্যেই কোটিপতি হয়ে যেতে পারেন যদি আপনি এই শেয়ারে বিনিয়োগ করেন
এই মুহূর্তে ভারতের সবথেকে ভালো আইপিও গুলির মধ্যে একটি হয়ে উঠেছে টাটা কোম্পানির আইপিওগুলি। টাটা কোম্পানির যে সমস্ত শেয়ারে এখন মানুষ বিনিয়োগ কোর্টে শুরু করেছেন সেইখানে মানুষের বিনিয়গকৃত টাকা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিগত কয়েক বছরে টাটা কোম্পানির সমস্ত শেয়ার বেশ ভালোভাবে কাজ করতে শুরু করেছে ভারতে। ভারতীয় জনগণের কাছে যেরকম ভাবে টাটা কোম্পানির শেয়ার গ্রহণযোগ্য হতে শুরু করেছে সেই একইভাবে কিন্তু গ্রহণযোগ্যতা বেড়েছে দালাল স্ট্রিটেও।
তবে টাটা কোম্পানির সমস্ত শেয়ারে এই মুহূর্তে লাভ দেখা গেলেও, একটি শেয়ার এমন রয়েছে যা আপনাকে কয়েক বছরের মধ্যেই করে দিতে পারে কোটিপতি। যদি আপনি সেই শেয়ারে বিনিয়োগ করতেন তাহলে এতক্ষণে হয়তো আপনি কোটিপতি হয়ে গিয়েছেন। সম্প্রতি টাটা গ্রুপের একটি শেয়ারে ২০ হাজার শতাংশের বেশি রিটার্ন মিলেছে। তারপরে এক লাখ টাকা পরিণত হয়েছে দুই কোটি টাকায়। জেনে নেওয়া যাক কি সেই শেয়ার এবং কিভাবে সেটা সবাইকে লাভ প্রদান করেছে।
এক লাখ টাকা হয়েছে একেবারে দুই কোটি টাকা। টাটা কোম্পানির একটি বিশেষ শেয়ারে ২০ হাজার শতাংশের বেশি রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। এই শেয়ারে এক লাখ টাকা রেখে মাত্র কয়েক বছরের মধ্যেই ২ কোটি টাকা রিটার্ন তুলতে পেরেছেন ভারতীয় বিনিয়োগকারীরা। আপনাদের জানিয়ে রাখি, এই শেয়ারটি হলো টাটা Elxsi এর চেয়ার এবং গত ৫২ সপ্তাহে এটির প্রতিটি শেয়ার ৯,৪২০ টাকার সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছিল। গত ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর ছিল ৪১০৭.০৫ টাকা।
২০০৯ সালের ২০ মার্চ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই ELXSI এর প্রতিটি শেয়ারের দাম ছিল মাত্র ৩৮.৮৮ টাকা। আজকে এই শেয়ারের দাম ৭,৮১৯.০৫ টাকা। অর্থাৎ এই শেয়ারে বিনিয়োগকারীরা ১৩ বছরের মধ্যে ২০,০০০ শতাংশ রিটার্ন পেয়ে গিয়েছেন। কোন লোক নিকারই যদি এই শেয়ারে এক লাখ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে বর্তমানে তিনি দু কোটি টাকারও বেশি ফেরত পেয়ে গিয়েছেন।