ছয় মাসে ৯৮% রিটার্ন দিয়েছে টাটা কোম্পানির এই শেয়ার, দ্বিগুণ হল বিনিয়োগকারীদের লগ্নির টাকা
টাটার এই স্টক এর মূল্য মাত্র ছয় মাসের মধ্যেই ৯৮% বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দালাল স্ট্রিট
টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের স্টক এই বছরে এত দ্রুতগতিতে বৃদ্ধি পেতে শুরু করেছে যে বিনিয়োগকারীদের অর্থ প্রায় ছয় মাসে হয়ে গিয়েছে দ্বিগুণ। এই সময়ের মধ্যে টাটার এই শেয়ারের মূল্য প্রায় ৯৮% বৃদ্ধি পেয়েছে। টাটা ইনভেসমেন্ট কর্পোরেশন হলো একটি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন যা দীর্ঘমেয়াদি বিনিয়োগের ব্যবসা করে থাকে। লভ্যাংশ সুদ এবং মুনাফা ব্যাপক বৃদ্ধি পাওয়ার কারণে এই কোম্পানির শেয়ারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ইনভেস্টমেন্ট কোম্পানি হিসেবে নিবন্ধিত রয়েছে এই কোম্পানিটি।
আমরা যদি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের শেয়ারের বৃদ্ধির দিকে তাকাই তাহলে দেখা যাবে গত পাঁচ দিনে ৪৬ শতাংশ, এক মাসে ৮২ শতাংশ এবং ছয় মাসে ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই কোম্পানির শেয়ার মূল্য। এই কোম্পানির প্রধান আয় লভ্যাংশ, সুদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের থেকে আসে। বর্তমান আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের লভ্যাংশ আয় ছিল ৭৪.১৯ কোটি টাকা যেখানে কর বাবদ দেওয়ার পরে লাভ ছিল ৮৯.৭৪ কোটি টাকা। গত আর্থিক বছরের প্রথম প্রান্তিকে এই কোম্পানির লভ্যাংশ আয় ছিল ৪১.২৬ কোটি টাকা এবং পরবর্তী মুনাফা ছিল ৫৩.৮৯ কোটি টাকা।
টাটা ইনভেসমেন্ট কর্পোরেশন টাটা কোম্পানির বেশ কিছু শেয়ারে বিনিয়োগ করছে অর্থাৎ টাটা ইনভেস্টমেন্ট বিনিয়োগকারিরাও টাটা গ্রুপের অন্যান্য কোম্পানির সুবিধা পেতে চলেছেন। প্রত্যক্ষভাবে এই সুবিধা না পেলেও পরোক্ষভাবে কিন্তু এই সুবিধা তারা পাবেন। ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের মার্কেট ক্যাপিটাল ছিল ১৩,৯৮৪ কোটি টাকা। এই কোম্পানিটি কিছু নতুন ধরনের কোম্পানিতে বিনিয়োগের পরিকল্পনা শুরু করেছে।
তবে শুধুমাত্র এই কোম্পানিরই নয় টাটা কোম্পানির অন্যান্য সমস্ত শেয়ার বর্তমানে ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ দুটি শেয়ার মার্কেটেই ভালোভাবে পারফর্ম করতে শুরু করেছে। টাটা গ্রুপের অন্যান্য কোম্পানির তুলনায় টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন যদিও আরো ভালোভাবে ব্যবসা করছে। গত ছয় মাসে খুব ভালো রিটার্ন দিয়েছে এই কোম্পানিটি।