টাটা মোটরস খুব শীঘ্রই লঞ্চ করছে নতুন ইলেকট্রিক Tata Nano, জেনে নিন ফিচার
এই গাড়িটি হতে চলেছে টাটা মোটরসের ইলেকট্রিক গাড়ির মধ্যে সবথেকে জনপ্রিয় গাড়ি
বর্তমানে ইলেকট্রিক গাড়ির বাজারে সবথেকে জনপ্রিয় কোম্পানি হল টাটা মোটরস। খুব শীঘ্রই তারা তাদের ন্যানো গাড়িটির নতুন ইলেকট্রিক ভার্সন ভারতের বাজারে আনতে চলেছে। মাইক্রো হ্যাচ ব্যাক সেগমেন্টে এই গাড়িটা আসতে চলেছে বলে জানা যাচ্ছে। খুব শীঘ্রই টাটা মোটরস তাদের এই নতুন গাড়ি ভারতের বাজারে লঞ্চ করবে বলে জানা যাচ্ছে। মনে করা হচ্ছে এম জি কমেট এর মত কিছু গাড়ির সাথে সরাসরি মোকাবিলা করতে চলেছে টাটা ন্যানো ইলেকট্রিক ভেহিকেল। ইতিমধ্যেই এই বাজারে টাটা মোটরসের একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে। ফলে বলতে গেলে এই বাজারটা টাটা মোটরসের জন্য খুব ভালো হতে চলেছে।
যদি তাড়াতাড়ি এই গাড়িটি লঞ্চ করা হয় তাহলে এই গাড়িতে ২০০ থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জবিশিষ্ট একটি ব্যাটারি দেওয়া হবে। এটি একটি ইলেকট্রিক গাড়ি হওয়ার কারণে এই গাড়িটির দাম হয়তো আগের থেকে কিছুটা বেশি হবে। আবে তার সাথেই এই গাড়িতে পাওয়া যাবে কিছু প্রিমিয়াম ফিচার যেগুলি এমজি কোম্পানির বিভিন্ন গাড়িতে পাওয়া যায়। এমজি কোম্পানির অন্যান্য গাড়ি থেকে কিন্তু টাটা মোটরসের গাড়ি অবশ্যই সস্তা হবে।
কাটিং এজ টেকনোলজি ব্যবহার করা হবে এই নতুন গাড়িটি তৈরি করার জন্য। আধুনিক ফিচার হিসেবে থাকবে এবিএস সিস্টেম, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, বিভিন্ন ধরনের ড্রাইভিং মোড এবং ক্রুজ কন্ট্রোল। ৮ থেকে ১০ লক্ষ টাকার মধ্যে এই গাড়িটির দাম হতে পারে। ২০২৪ সালের শেষের দিকে ভারতের বাজারে এই গাড়িটি লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতি মধ্যেই এই গাড়ি নিয়ে অনেকের মধ্যে চর্চা শুরু হয়েছে ব্যাপকভাবে।