শুরু হচ্ছে এই সস্তা ব্যটারিযুক্ত গাড়ির বুকিং, মাত্র ২১ হাজার টাকা দিয়ে বাড়িতে নিয়ে যান
এই মুহূর্তে ইলেকট্রিক গাড়ির মার্কেটে Tata Tiago EV বেশ জনপ্রিয় একটি গাড়ি হয়ে উঠেছে
ভারতের বাজারে এই মুহূর্তে যে সমস্ত ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা আকাশছোঁয়া তাদের মধ্যে অন্যতম একটি গাড়ি হল Tata Tiago EV। এই গাড়িটি নিজের ডিজাইন এবং বেস্ট ইন ক্লাস ফিচারের জন্য হয়ে উঠেছে ভারতীয় মার্কেটের সব থেকে জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি। ওয়েবসাইটে গিয়ে সেখানে সামান্য একটি ফর্ম পূরণ করে আপনি এখন এই গাড়ির বুকিং করতে পারছেন। এছাড়াও ইমেইল অথবা এসএমএস এর মাধ্যমে আপনি টাটা মোটরসের সাথে যোগাযোগ করে এই গাড়ির বুকিং করতে পারছেন। আপনি যদি এই গাড়ি প্রি-বুক করেন তাহলে এই গাড়ির রং এবং বিভিন্ন ভেরিয়েন্ট আপনি নিজের মত করে পছন্দ করে নিতে পারবেন।
এই গাড়ি যদি আপনি অফলাইন বুকিং করতে চান তাহলে আপনাকে আপনার কাছে টাটা মোটরস ডিলারশিপে যেতে হবে। এজন্য আপনাকে প্রথমে এই কোম্পানির সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে এবং তারপর নিজের আগ্রহ প্রকাশ করতে হবে বুকিং করার। এই বুকিং করার জন্য আপনার কোন রকম ডকুমেন্ট প্রয়োজন হবে না। অক্টোবর মাসের শেষ পর্যন্ত আপনি এই টাটা ডিলারশিপে গিয়ে এই গাড়ি বুকিং করে নিতে পারবেন।
এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন ট্রপিকাল মিস্ট, টিল ব্লু, প্রিষ্টিন হোয়াইট, মিডনাইট প্লান এবং ডেটওনা গ্রে-র মতো কিছু রংয়ের বিকল্পে। টাটা টিয়াগো গাড়ির বুকিং মূল্য এই মুহূর্তে ২১ হাজার টাকা রয়েছে এবং এই টাকা আপনাকে কিন্তু বুকিং এর সময় পেমেন্ট করতে হবে। যদি বুকিং কনফার্ম না হয় তাহলে এই টাকা যিনি বুক করেছেন তার কাছে ফেরত দিয়ে দেওয়া হবে টাটা মোটরসের তরফ থেকে। অফলাইন বুকিং এর জন্য ২১ হাজার টাকা আপনার প্রয়োজন হবে। আপনার রেজিস্টার করা ইমেইল অ্যাড্রেস এবং এসএমএসের মাধ্যমে কনফার্মেশন দেওয়া হবে।
তবে যারা এই গাড়ি বুক করবেন, তাদের কাছে কিন্তু এখনই গাড়ি হস্তান্তর করা হবে না। ২০২৩ সালের প্রথমদিকে এই গাড়ি ডেলিভারি শুরু হবে। এখনো পর্যন্ত এই গাড়ির ডেলিভারি করার কোন সঠিক তারিখ ঠিক করা না হলেও, মনে করা হচ্ছে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই গাড়ির ডেলিভারি দেওয়া শুরু করবে কোম্পানি।