নিউজরাজ্য

প্রধানমন্ত্রীর বাংলা সফরের দিনই ধর্মঘটের ডাক ট্যাক্সি সংগঠনের, যোগ দেবেন ক্যাব চালকরা ও

আগামী ২৪ তারিখ ধর্মঘটের ডাক দিল ট্যাক্সি সংগঠন

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসার দিনই ধর্মঘটের ডাক দিলেন ক্যাব চালকরা। ট্যাক্সি চালকদের সাথে ধর্মঘটে যোগ দেবেন ক্যাব চালকরা ও। তারা জানিয়েছেন, ২২ এ ফেব্রুয়ারিতে রাস্তায় গাড়ি নামাবেন না তারা। বৃহস্পতিবার তথা আজ এমনটাই জানিয়ে দিলেন সংগঠনের প্রতিনিধিরা। আশঙ্কা করা হচ্ছে, এই ধর্মঘটের কারণে অনেকটাই অসুবিধার সম্মুখীন হবেন যাত্রীরা।

সম্প্রতি পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির কারণে নুন্যতম ট্যাক্সি ভাড়া বেড়ে হয়েছে ৫০ টাকা। আগে তা ৩০ টাকা ছিল। যার ফলে নিয়ম মেনে ট্যাক্সিতে উঠলেও যাত্রীকে নূন্যতম ৫০ টাকা দিতে হচ্ছে। কিন্তু এর পরেও নিরাপত্তা সংক্রান্ত বহু দাবি উঠেছে ট্যাক্সি চালকদের মনে। তা নিয়েই রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সংগঠনের প্রতিনিধিরা। কিন্তু অভিযোগ তাদের এই সমস্ত বিষয়ে অনেকটাই উদাসীন বাংলার সরকার। তারই প্রতিবাদে আগামী ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি। সেখানেই এইবার যোগ দিয়েছেন ক্যাব চালকরা ও। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে করে এটি ঘোষণা করেন তারা।

এর আগেও নূন্যতম ভাড়া বৃদ্ধির জন্য বহুবার ধর্মঘটের ডাক দিয়েছেন ট্যাক্সি ইউনিয়ন। সেই আন্দোলনের মধ্যে দিয়েই দাবি পূরণ হয়েছে তাদের। এবারও ফের রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে একই পথে হাঁটলেন সংগঠনের কর্তারা। তবে ওইদিন অর্থাৎ ২২ ফেব্রুয়ারি শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিন দক্ষিণেশ্বর-নোয়াপাড়া সম্প্রসারিত মেট্রোর উদ্বোধন করার কথা তাঁর। ফলে শহর এমনিতেই নিরাপত্তা বেষ্টনীতে থাকবে। সাধারণ যান চলাচলের তুলনায় অনেকটা নিয়ন্ত্রণে থাকবে।

Related Articles

Back to top button