২০২৩ বিশ্বকাপের দিনক্ষণ ঘোষণা হতেই উৎসবের মেজাজে মেতে উঠেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কারণ চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপের মেগা আসর। ইতিমধ্যে বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি প্রণয়ন করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। সুচি অনুসারে, ২০২৩ বিশ্বকাপের মেগা আসর শুরু হবে ৫ই অক্টোবর, যা চলবে ১৯শে নভেম্বর পর্যন্ত। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম তথা গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৩ বিশ্বকাপের মেগা ফাইনাল।
এদিকে আসন্ন বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত হতেই নিজেদের সেরা একাদশ বেছে নিতে শুরু করেছে প্রত্যেকটি দল। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে ভারতীয় দল বর্তমানে চতুর্থ ব্যাটিং বিকল্প খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছে। ঋষভ পন্থের অনুপস্থিতিতে নিঃসন্দেহে ভারতীয় দল একটি বড় বিকল্প হারিয়েছে। এছাড়া চোটের কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন তারকা ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। ফলে স্বাভাবিকভাবেই চতুর্থ ব্যাটিং বিকল্প নিয়ে বড় সমস্যায় পড়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের দল নির্বাচকরা।
চোট কাটিয়ে বিশ্বকাপের আগে জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন কে এল রাহুল। সম্ভবত তিনি ভারতীয় দলে উইকেট কিপার এবং পঞ্চম ব্যাটিং বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন। ফলে সমস্ত পরিস্থিতিতে চতুর্থ ব্যাটিং বিকল্প খুঁজে পেতে বেশ সমস্যায় পড়েছেন বিসিসিআইয়ের অভিজ্ঞ নির্বাচক মন্ডলীরা।
এমন পরিস্থিতিতে, জাতীয় দলের চতুর্থ ব্যাটিং বিকল্প হিসেবে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে আত্মপ্রকাশ করেছেন সূর্য কুমার যাদব। ৩৬০ খ্যাত সূর্য কুমার যাদব গুরুত্বপূর্ণ পজিশনে ধ্বংসাত্মক ব্যাটিং করতে সক্ষম বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইতিমধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে বারবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। ভারতের স্পিন সহায়ক পিচে সূর্য কুমার যাদব ধ্বংসাত্মক ব্যাটিং করবেন বলে মনে করছেন তারা।
এক নজরে দেখে নেওয়া যাক, আসন্ন বিশ্বকাপে ভারতের ম্যাচ সূচি-
৮ অক্টোবর- ভারত বনাম অস্ট্রেলিয়া (চেন্নাই)
১১ অক্টোবর- ভারত বনাম আফগানিস্তান (দিল্লি)
১৫ অক্টোবর- ভারত বনাম পাকিস্তান (আমদাবাদ)
১৯ অক্টোবর- ভারত বনাম বাংলাদেশ (পুণে)
২২ অক্টোবর- ভারত বনাম নিউজিল্যান্ড (ধরমশালা)
২৯ অক্টোবর- ভারত বনাম ইংল্যান্ড (লখনউ)
২ নভেম্বর- ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (মুম্বই)
৫ নভেম্বর- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (কলকাতা)
১১ নভেম্বর- ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (বেঙ্গালুরু)