Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একদম সস্তায় 5G ফোন নিয়ে আসছে Jio, জানুন কী কী থাকছে

গুগলের সঙ্গে চুক্তির পরে, ভারতের সবথেকে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও আরো বেশ কিছু নতুন জিনিস নিয়ে আসতে চলেছে। এর মধ্যে অন্যতম হলো অ্যান্ড্রয়েড-চালিত ফিচার ফোন, যেখানে আপনারা পেয়ে যাবেন…

Avatar

গুগলের সঙ্গে চুক্তির পরে, ভারতের সবথেকে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও আরো বেশ কিছু নতুন জিনিস নিয়ে আসতে চলেছে। এর মধ্যে অন্যতম হলো অ্যান্ড্রয়েড-চালিত ফিচার ফোন, যেখানে আপনারা পেয়ে যাবেন 5G সাপোর্ট।

শুনতে অবিশ্বাস্য লাগলেও, রিলায়েন্স জিও বর্তমানে এরকম একটি ফোন এর উপরে কাজ করা শুরু করেছে। ইতিমধ্যেই, জিওর এই তিনটি ফোন আমেরিকার FCC ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে। এই তিনটি ফোনের নাম – JIO ORBIC MYRA 5G, ORBIC MAGIC 5G, এবং ORBIC MYRA।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নাম দেখেই বোঝা যাচ্ছে, প্রথম দুটি ডিভাইস অর্থাৎ ORBIC MYRA 5G, এবং ORBIC MAGIC 5G হতে চলেছে জিওর নতুন 5G হ্যান্ডসেট। তৃতীয় ফোনটি অর্থাৎ ORBIC MYRA তে থাকবে 4G কানেক্টিভিটি ফিচার। গুগলের টেকনোলজিতে এই ফোনগুলি তৈরি করা হবে। আমেরিকার সরকারের ছাড়পত্র পেলেই এই ফোনের ওপরে সম্পূর্ণরূপে কাজ করা শুরু হবে।

এই ফোনগুলো হতে চলেছে, সস্তা অ্যান্ড্রয়েড পাওয়ার ফিচার ফোন। জানা যাচ্ছে, এই তিনটি ফোনে স্টক অ্যান্ড্রয়েড ১০ সাপোর্ট করবে। সস্তার ফিচার ফোন হওয়ার কারণে, এই ফোনে একটু অন্যরকম স্পেসিফিকেশন ব্যবহার করা হবে। এগুলি সাধারণ অ্যান্ড্রয়েড এবং অ্যান্ড্রয়েড গো হ্যান্ডসেট থেকে আলাদা হবে।

About Author