দেশনিউজ

নিজের জেতা সব ট্রফি বিক্রি করে করোনা মোকাবিলায় ৪.৩০ লক্ষ টাকা দান তরুণ খেলোয়াড়ের

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব। ভারতেও চলছে ২১ দিনের লকডাউন। দেশের করুণ পরিস্থিতি সামলানোর জন্য এগিয়ে এসেছেন অনেকে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের পাশাপাশি অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড় প্রত্যেক এই যে যার সাধ্যমত সাহায্য করছেন। দলমত নির্বিশেষে প্রত্যেকটি দলের নেতা-নেত্রীরাও দান করছেন। বাদ নেই সাধারণ মানুষও। ছোট ছোট বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নিজেদের জমানো টাকা দান করছেন তহবিলে।

নয়ডার একজন গলফ খেলোয়াড় অর্জুন ভাটি মাত্র ১৫ বছর বয়সে তিনি ও দান করেছেন ৪.৩০ লক্ষ টাকা। নিজের শখের ট্রফি গুলো বিক্রি করে তার এই দান। তিনি জানান তিনি শেষ আট বছর ধরে ১০২ টি ট্রফি জিতে ছিলেন গোটা বিশ্ব থেকে। সবকটি ট্রফি তিনি এই করোনায় আক্রান্ত দুর্গত মানুষের জন্য দান করে দিলেন। তার কথায় তারই দানের কথা শুনে তার দাদু প্রথম তাকে বলেছিলেন ‘তিনি হলেন আসল অর্জুন, এই সময়ে আগে প্রয়োজন মানুষের প্রাণ বাঁচানো, ট্রফি তো ভবিষ্যতেও পেতে পারবে’। শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, সুনীল গাভাস্কার, সুরেশ রায়না, সুশীল কুমার প্রত্যেকেই এর জন্য দান করেছেন।

আমরা প্রত্যেকটা মানুষ যদি এইভাবে এগিয়ে আসি, বেশী না, আমাদের যার যতটা সামর্থ, তাহলে বোধহয় দেশের চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে অনেকটা উন্নত হয়। করোনা ভাইরাস এর জন্য যা যা সামগ্রী দরকার সেগুলো কেনার জন্য অর্থের প্রয়োজন। আমাদেরও উচিত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পাশে থাকা। যাতে সবাই মিলে একসঙ্গে আমরা এই যুদ্ধে জয়লাভ করতে পারি।

Related Articles

Back to top button