মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে কলকাতাসহ রাজ্যে গরমের পরিমাণ ধীরে ধীরে বাড়তে শুরু করবে। বেশ অনেকদিন হয়ে গেল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোন রকম বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল হতেই শুরু হয়ে যাচ্ছে করা রোদ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জন্য আপাতত কোন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং এর কিছুটা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বরং আরো বেশ কয়েক দিনের তাপমাত্রা আরও বাড়তে চলেছে। পাশাপাশি কলকাতায় আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজকে বালুরঘাটে তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি। বাকুড়ায় ছাড়িয়ে গিয়েছে ৩৮ ডিগ্রী। ব্যারাকপুরের তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রী, বহরমপুরে তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রী। দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রী। দীঘা তাপমাত্রা ৩৬.৯ ডিগ্রী। জলপাইগুড়িতে তাপমাত্রা ৩৫ ডিগ্রী।
পাশাপাশি সল্টলেকে তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রী সেলসিয়াস। দমদমের তাপমাত্রা ৩৭ ডিগ্রী। শিলিগুড়ির তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রী। কলকাতায় তাপমাত্রা সর্বাধিক ৩৭.২ ডিগ্রী সেলসিয়াস। তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রী বেশি। অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রী সেলসিয়াস। শহরের বাতাসের আপেক্ষিক আদ্রতা সর্বাধিক ৮৬ শতাংশ এবং ন্যূনতম ২৭ শতাংশ বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।