নিউজরাজ্য

বাড়ছে তাপমাত্রা, শীত আসতে এখনও দেরি দক্ষিণবঙ্গে

Advertisement

সম্প্রতি বেশ কয়েকদিন শীতের আমেজে ভাসছিল গোটা রাজ্যবাসী।উত্তুরে ঠান্ডা হাওয়ার কারণে গতকাল সোমবার পর্যন্ত নেমেছিল তাপমাত্রার পারদ। কিন্তু গতকাল থেকে কিছুটা গরম অনুভূত হচ্ছে। বাড়ছে তাপমাত্রা। আজকেও বর্তমান রয়েছে গরম আবহাওয়া।

অন্যান্য জেলা এবং গ্রামের দিকে এই উষ্ণতার পার্থক্য বোঝা না গেলেও শহর কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় আচমকা বেড়েছে তাপমাত্রা। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস এর পাশে ঘোরাঘুরি করছিলো কিন্তু গতকালই বেড়েছে তাপমাত্রা। আজ কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন তাপমাত্রার তেমন কোনো হেরফের নজরে আসবে না। উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া আসা বন্ধ হয়ে যাওয়ায় কমবে না তাপমাত্রার পারদ।

আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয় যে, আগামী সপ্তাহের দিকে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে যার জেরে কমবে তাপমাত্রা।এছাড়া হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে তুষারপাত বন্ধ হওয়ার কারণে দক্ষিণ বঙ্গে ঠান্ডা বাতাস অনুপ্রবেশ করছে না তাই দক্ষিণবঙ্গে শীত ঢুকতে এখনও রয়েছে দেরি। তবে উত্তর শীতের আমেজ এখনও জারি রয়েছে। দার্জিলিং সহ উত্তর বঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া সূত্রে জানানো হয়েছে।

Related Articles

Back to top button