মোহনদাস করমচাঁদ গান্ধী তাকে আমরা গান্ধীজী বা বাপু নামে বেশি পরিচিত। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক পথিকৃৎ। লবণ সত্যাগ্রহ, আইন অমান্য, অসহযোগ আন্দোলনে তার ভূমিকা অবিস্মরণীয়। তবে তিনি বৃটিশের ভারত থেকে বিতাড়িত করার জন্য অহিংসার পথ বেছে নিয়েছিলেন। রক্তাক্ত সংগ্রাম তিনি চাননি।
১) এমনভাবে শিখবে যেন তোমার সময়ের অভাব নেই তুমি চিরজীবী। এমন ভাবে জীবন যাপন করবে যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে।
২) দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না। ক্ষমা হলো শক্তিমানদের গুণ।
৩) শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না আসে মনের জোর থেকে।
৪) ক্ষমতা দুই প্রকার। একটি অর্জন করা হয় জোর করে শাস্তির ভয় দেখিয়ে আর অন্যটি অর্জিত হয় ভালোবাসা দিয়ে। ভালোবাসা দিয়ে অর্জিত ক্ষমতা ভয় দেখিয়ে পাওয়া ক্ষমতার চেয়ে হাজার গুণ বেশি কার্যকরী এবং স্থায়ী।
৫) কয়েকজন ব্যক্তিত্বের চেয়ে একাউন্টস পরিমাণ ধৈর্য অনেক বেশি মূল্যবান।
৬) লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করার মধ্যেও সম্মান আছে শুধু লক্ষ্যে পৌঁছানোর মধ্যেই নেই।
৭) জীবন নশ্বর তাকে অমর করতে শেখো।
৮) পৃথিবীতে তুমি যে পরিবর্তন দেখতে চাও তা নিজ থেকে শুরু করো।
৯) মর্যাদা ধরে রেখো কারণ এই মর্যাদা একসময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়।
১০) চোখের বদলে চোখ গোটা বিশ্বকে অন্ধকার করে দেবে।