দেশনিউজ

কাশ্মীরে ফের জঙ্গি হামলা, মৃত ১ জওয়ান সহ এক শিশু

জঙ্গিদের হামলায় এক জওয়ানের গুলি লাগে, তারপর তাঁর মৃত্যু হয়। শুধু জওয়ান নন, একটি শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

Advertisement

জম্মু কাশ্মীরের অনন্তনাগে বিজবেহারাতে হাইওয়ে সুরক্ষায় মোতায়েন করা একটি সিআরপিএফ দলের উপর হামলা চালায় জঙ্গিরা। আর এই জঙ্গিদের হামলায় এক জওয়ানের গুলি লাগে, তারপর তাঁর মৃত্যু হয়। শুধু জওয়ান নন, একটি শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আবার কাশ্মীর জোনের এক পুলিশ শুক্রবার সকালে টুইট করে জানান যে ভারতীয় সেনারা এক জঙ্গিকে খতম করেছেন। পরে আরও ৩ জন জঙ্গি নিকেশ হয়েছে জানা গেছে।

জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলাতে সকালে গোলাগুলি শুরু হয়েছে। জঙ্গিরা চেওয়া উল্লার গ্রামে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনী তল্লাশি চালায়। আর সেখানেই ৩ জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা। পাক বাহিনীর ক্রমাগত সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের পিছনে নিশ্চই অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের ছক রয়েছে পাকিস্তানের।

কিন্তু যতই প্ল্যান করুক পাকিস্তান, ভারতীয় সেনারা সর্বদা সীমান্ত পাহারা দিচ্ছেন। প্রতিদিনই প্রায় পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে। গোলাগুলি চলতেই থাকে। এরফলে ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। তার সাথে অনেক জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা।

Related Articles

Back to top button