আইপিএল নিয়ে অনিশ্চয়তার মধ্যে সরকারের তরফে এলো বড় খবর। আজ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, বিসিসিআই সহ জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে যদি দেশে কোনও টুর্নামেন্ট আয়োজিত হয়, তবে সেটি ক্লোজড ডোর আয়োজিত করতে হবে।’ অর্থাৎ যদি এইবছর আইপিএল আয়োজিত হয় তাহলে তা দর্শকদের অনুপস্থিতিতেই খেলা হবে।
সরকারের এই সিদ্ধান্তের পরে বিসিসিআই যদি আইপিএল আয়োজন করে, তবে দর্শকদের ছাড়াই এই টুর্নামেন্টটি আয়োজন করতে হবে। আইএএনএসের সাথে কথা বলার সময় কেন্দ্রীয় ক্রীড়া সচিব রাধে শ্যাম জুলানিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো টুর্নামেন্ট যদি এড়ানো না যায় তবে এটি ক্লোজ ডোর আয়োজন করতে হবে এবং যাতে মাঠে একসাথে অনেক দর্শক না যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুন : আরও সঙ্কটে IPL, প্রথম ম্যাচের কোন টিকিট বিক্রি করা হবে না, জানিয়ে দিল মহারাষ্ট্র সরকার
ক্রীড়া সচিব আরও বলেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রকের জারি করা এই নির্দেশ বিসিসিআই সহ সকল জাতীয় সংস্থাকে অনুসরণ করতে বলা হয়েছে।’ সরকারের এই নির্দেশ থেকে এখন এটাই স্পষ্ট যে, বিসিসিআই যদি আইপিএল আয়োজন করে তবে তা ক্লোজড ডোরই আয়োজন করতে হবে। যদিও এই বিষয়ে বিসিসিআই এর থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক আছে, সেখানেই পরবর্তী পদক্ষেপ কি হবে তা ঠিক করা হবে।
তবে কোনো কোনো সূত্রে জানা যাচ্ছে, বিসিসিআই হয়তো ক্লোজড ডোর আইপিএল আয়োজনই করবে। সেক্ষেত্রে এবারের আইপিএল হবে পুরোপুরি টিভিতে। এখনো ফ্রাঞ্চাইজিগুলোর তরফেও কিছু জানানো হয়নি এই বিষয়ে। বিসিসিআই এর তরফে আজ জানানো হয়েছে আইপিএলে ১৫ই এপ্রিলের পর থেকেই সমস্ত বিদেশি খেলোয়াড়দের পাওয়া যাবে।