কৌশিক পোল্ল্যে: ক্রমশ চাপ বৃদ্ধি পাচ্ছে বলিউডের একাংশের। নামিদামি প্রযোজক থেকে শুরু করে পরিচালক ও সেলেবরা সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ক্ষোভের শিকার হয়েছেন। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা এবার প্রতিক্রিয়া হিসেবে বাড়তি চাপ ফেলতে পারে এই সকল তারকাদের ক্যারিয়ারে তা প্রতিনিয়ত বাড়তে থাকা অনলাইন আন্দোলনে যথেষ্ট স্পষ্ট হচ্ছে। ইতিমধ্যেই বিহারের মোজাফফরপুরে করণ জোহর, সালমান খান, সঞ্জয় লীলা বনশালি, একতা কাপুর সহ মোট আটজনের বিরুদ্ধে আইনি অভিযোগ আনা হয়েছে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায়।
এর পাশাপাশি নেপোটিজমের ধ্বজা ভেঙে মহেশ ভাট ও করণ জোহরদের বয়কটের দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া। সুশান্তের মৃত্যুর পিছনে এই সকল পরিচালক ও অভিনেতাদের বড়সড় চক্রান্ত রয়েছে বলেই ধারণার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় অন্যান্য প্রোফাইলকে হুহু করে আনফলো করতে শুরু করেছেন করন জোহার। বর্তমানে ট্যুইটারে তিনি মাত্র ৮ জনকে ফলো করছেন।
একই ঘটনা ঘটছে অপর দিক থেকেও, মাত্র এই কদিনেই ইনস্টাগ্রামে ফলোয়ার কমেছে ১ মিলিয়নের কাছাকাছি। বিগত পাঁচ দিনে আলিয়াও হারিয়েছেন তার দু’লক্ষ ফলোয়ার। পাশাপাশি সোনাম কাপুরের অ্যাকাউন্টটিও ৪৫ হাজার মানুষ আনফলো করে দিয়েছেন। ‘কফি উইথ করণে’ অতিথি হিসেবে উপস্থিত আলিয়া অভিনেতা সুশান্তকে চিনতে অস্বীকার করেন এবং সেই ভিডিওই এখন নেটদুনিয়ায় ভাইরাল। এর পাশাপাশি অভিনেতা সুশান্তকে খুন করার কথা বলেন আলিয়া, পরে অবশ্য অভিনেতার প্রতি এ বিষয়ে ক্ষমা চেয়ে নেন।
অন্যদিকে সুশান্তের মৃত্যুর পর তাকে নিয়ে করন জোহর শোক বার্তা মূলক পোস্ট করলেও সেই পোস্ট কিরে শুরু হয় চূড়ান্ত ট্রোল। পরিচালক করণ এর কারণে বহু ছবি হাতছাড়া হয়েছে সুশান্তের এমনটাই অভিযোগ। তার উপর সেই আগুনে ঘৃতাহুতি দিয়েছে কঙ্গনা রানাওয়াতের ভিডিও। সুশান্তের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার পরামর্শ দিতে এসে তীব্র কটাক্ষের শিকার হন অনিল কন্যা সোনাম কাপুর। অর্থাৎ বলিউডের চিরাচরিত রাজত্বের সিংহাসন যে নড়বড়ে হতে বসেছে সে কথা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না।