Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সদ্য জন্মানো বাচ্চাকে কোলে নিয়েই বিয়ের করবেন এই অভিনেত্রী!

দক্ষিণী ছবির পাশাপাশি বহু হিন্দি ছবিরও হিট নায়িকা অ্যামি জ্যাকসন। সন্তানসম্ভবা থাকাকালীন বহু ছবি পোস্ট করেছে নায়িকা। গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন অ্যামি। তিনি বরাবরই আর পাঁচজনের থেকে আলাদা, বরাবরই…

Avatar

দক্ষিণী ছবির পাশাপাশি বহু হিন্দি ছবিরও হিট নায়িকা অ্যামি জ্যাকসন। সন্তানসম্ভবা থাকাকালীন বহু ছবি পোস্ট করেছে নায়িকা। গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন অ্যামি। তিনি বরাবরই আর পাঁচজনের থেকে আলাদা, বরাবরই স্বতন্ত্র! বিয়ে না করে, ভালবেসেই সন্তানের জন্ম দিয়েছেন বলি-অভিনেত্রী অ্যামি জ্যাকসন। সেপ্টেম্বর মা হন অ্যামি। পুত্র সন্তানকে স্তন্যপানের ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

তিনি জানিয়েছেন, ছেলের নাম রেখেছেন অ্যানড্রেস। জানা যাচ্ছে, অ্যানড্রেসের জন্মের পর এবার বিয়ের পিঁড়িতে বসবেন বলিউড অভিনেত্রী। ২০২০ সালে ইতালিতে বন্ধু জর্জের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন অ্যামি। চলতি বছরই তাঁদের বিয়ের কথা থাকলেও, অ্যামি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায়, তাঁদের বিয়ের তারিখ নাকি পিছিয়ে যায়। বেবি বাম্পের ছবি ছিল ভাইরাল ৷ এখন তিনি মা। কাজেই, ছবি থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন… সবটা সময় শুধুই সন্তান ও পরিবারের জন্যই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author