সামনেই মাধ্যমিক, টালা ব্রিজের ভোগান্তি এড়াতে ব্যবস্থা নিল প্রশাসন
আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, তার মধ্যেই টালা ব্রিজ ভাঙার জেরে যে মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে তা যাতে ছাত্রছাত্রীদের উপরও পরীক্ষার দিনগুলোতে প্রভাব না পড়ে তার দিকে নজর দিল প্রশাসন। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে কলকাতা পুলিশের বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, পরীক্ষা কেন্দ্রগুলি এমন ভাবে বিন্যাস করা হোক যাতে ছাত্রছাত্রীদের ঘুরপথে না যেতে হয়। সেজন্য মাধ্যমিক পরীক্ষার সময়ে টালা ব্রিজে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ।
মাধ্যমিক পরীক্ষার পরই শুরু হবে উচ্চমাধ্যমিক। তাই বিটিরোড সংলগ্ন এলাকাগুলির কোন কোন পয়েন্টে স্কুল রয়েছে যেখানে পরীক্ষার সিট পড়েছে সেই তথ্য সংগ্রহ করে ট্রাফিক সিস্টেম সাজানো হচ্ছে। ৩১ জানুয়ারি রাত থেকেই বন্ধ করে দেওয়া হ’লয়েছে টালা ব্রিজ। যানবাহন তো বটেই, পথচারীদেরও সেতু ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
আরও পড়ুন : চিনে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮০৩
এইসব কিছুর জন্য চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্য যাত্রীদের। ঘুরপাথে যানবাহন নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আগামীকাল বিস্তারিত জানানো হবে পুলিশের পক্ষ থেকে।