অফবিট

অল্পের জন্য মৃত্যুর হাত থেকে ফিরে এল শিশু!

Advertisement
Advertisement

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটির প্রথমে দেখা গেছে যে বিল্ডিং এর ছয়তলার রেলিঙে একটি শিশু ঝুলন্ত অবস্থায় রয়েছে। ভাগ্যের বিষয় এই যে শিশুটিকে আবাসনের লোকজন দেখে ফেলে এবং তারা শিশুটিকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে।

Advertisement
Advertisement

শিশুটিকে বাঁচানোর জন্য যথাসম্ভব চেষ্টা তারা করেন। তারা একটি চাদর নিয়ে আসেন এবং সেটিকে নীচে পেতে ধরেন ।এবং শিশুটি যখন মাটিতে পড়ে যায় তখন শিশুটিকে সেই চাদরের মধ্যে লুফে নেন।

Advertisement

এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চিনে। ওই আবাসনেরই একজন বাসিন্দা এই ঘটনাটিকে ভিডিও করেন এবং তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন।

Advertisement
Advertisement

যেদিন ঘটনাটি ঘটে সেদিন আবাসনের এক বাসিন্দা ঝু ইয়ানহুই কাজে বেড়াচ্ছিলেন। বেড়ানোর সময়ই তার নজর উপরের দিকে যায়। এবং তিনিই প্রথম ঝুলতে থাকা বাচ্চাটিকে দেখেন। দেখামাত্রই তিনি ব্যালকনির ঠিক নিচে ছুটে যান। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি একা খালি হাতে সেই বাচ্চাটিকে ধরতে পারবেন না তাই তিনি সবাইকে সাহায্যের জন্য আসতে বলেন।

তার আওয়াজ শুনে লোক জড়ো হয়ে যায়। তাদের মধ্যে একজন বিছানার একটি চাদর নিয়ে আসেন এবং সবাই মিলে সেই চাদর টিকে বাচ্চাটির ঠিক নীচে পেতে ধরেন। বাচ্চাটি যখন ছয়তলা থেকে হাত ফসকে পড়ে যায় তখন সেই চাদরের উপরে পড়ে এবং তার কোনো ক্ষতি হয় না।

সুরক্ষিত অবস্থায় বাচ্চাটিকে উদ্ধার করতে পেরে সবাই খুব খুশি হন। এবং তাদের দুশ্চিন্তা দূর হয়।

Related Articles

Back to top button