২০২০ সালের অর্জুন পুরস্কারের জন্য জাতীয় দলের ফাস্ট বোলার জসপ্রীত বুমরার নাম মনোনীত করার চিন্তাভাবনা করছে বিসিসিআই। বিসিসিআই সূত্রে খবর চলতি মাসের শেষের দিকেই মনোনয়নের তালিকা চূড়ান্ত হয়ে যাবে। সেখানে কোন কোন মহিলা এবং পুরুষ ক্রিকেটারের নাম থাকবে তা স্পষ্ট হয়ে যাবে। পুরুষ ক্রিকেটারদের মধ্যে বুমরা এবং শিখর ধাওয়ানের নাম থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রসঙ্গত, ২০১৯ এও অর্জুন পুরস্কারের জন্য বুমরার নাম পাঠানো হয়েছিল। কিন্তু অর্জুন দেওয়ার নিয়ম জাতীয় দলে কমপক্ষে তিন বছর খেলতে হবে। বুমরা তখন সবে মাত্র দুই বছর খেলা হয়েছিল। তাই সিনিয়র হিসেবে রবীন্দ্র জাদেজা পায় অর্জুন।
কিন্তু এই বছর যদি বুমরার নাম মনোনয়ন করা হয় অর্জুনেরজনয় তাহলে তার পাওয়া একপ্রকার নিশ্চিত বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। বুমরার সাথে এই বছর অর্জুনের জন্য শিখর ধাওয়ানকে মনোনীত করা হতে পারে। এর আগে ২০১৮ সালেও ধাওয়ান কে মনোনীত করা হয়, কিন্তু ২০১৮ তে ধাওয়ান অর্জুন পাননি। এখন বোর্ডের তরফে এই দুজনের নামই পাঠানো হয় নাকি তৃতীয় কোনো ক্রিকেটারের নাম উঠে আসে তা জানা যাবে শীঘ্রই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগত চারবছর তার পারফরম্যান্সে ভর করে একের পর এক ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। একমাত্র এশিয়ান পেসার হিসেবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে তার। আইসিসির ওডিআই বোলারের তালিকায় এক নম্বরও ছিলেন দীর্ঘদিন। তবে মাঝে চোট পাওয়ার পর আর আগের মতো ফর্মে নেই বুমরা। ২৬ বছর বয়সী বুমরা এখনো পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ১৪টি টেস্ট খেলে সংগ্রহ করেছেন ৬৮টি উইকেট, ৬৪টি ওডিআই এ ১০৪ টি এবং ৫০টি টি-টোয়েন্টি ম্যাচে সংগ্রহ করেছেন ৫৯টি উইকেট।