ভারতের বাজারে চলতি বছরে Samsung, Realme, Oppo পরপর বেশ কয়েকটি চমকপ্রদ অত্যাধুনিক স্মার্টফোন নিয়ে এসেছে। Samsung তাদের গ্যালাক্সি নোট ২০ সিরিজ, Xiaomi তাদের রেডমি ৯ ও রেডমি ৯ প্রাইম, Realme তাদের রিয়েলমি C১২ ও C১৫ আগস্ট মাসে লঞ্চ করেছে। সেই সাথে সাথে আগামী সেপ্টেম্বর মাসে আরো কতকগুলি চমকপ্রদক স্মার্টফোন লঞ্চেরও ইঙ্গিত দিয়েছে। আসুন আগামী মাসে আসা সেরা ৪ টি স্মার্টফোনের নাম ও স্পেসিফিকেশন সম্বন্ধে জেনে নিন:
SAMSUNG GALAXY M51:
স্যামসাংয়ের নয়া স্মার্টফোন Galaxy M51 নিয়ে বেশ কয়েকদিন ধরেই গ্রাহকদের মধ্যে শোরগোল পড়েছে। কোম্পানিও তাদের নতুন M সিরিজের ফোনগুলি নিয়ে বিভিন্ন টিজার প্রকাশ করছে। আশা করা যায়, আগামী সেপ্টেম্বর মাসেই Galaxy M51 স্মার্টফোনটি লঞ্চ করবে। লঞ্চের আগেই ফোনটির কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, স্মার্টফোনটিতে পাঞ্চ বল ডিসপ্লে থাকবে। ফোনটি ৬ জিবি ও ৮ জিবি র্যাম অপশনে আসবে যাদের স্টোরেজ ক্ষমতা যথাক্রমে ৬৪ জিবি ও ১২৮ জিবি। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসর থাকবে ও অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়াও ফোনে শক্তিশালী ৭০০০mAh এর ব্যাটারি থাকবে। আশা করা যায় ভারতের বাজারে ফোনটির মূল্য ২৫০০০ টাকার কাছাকাছি থাকবে। স্মার্টফোনটির লঞ্চ কবে হবে তা কোম্পানির পক্ষ থেকে অফিশিয়ালি কিছু জানানো হয়নি।
REALME 7 ও REALME 7 PRO:
রিয়েলমি কোম্পানি আগামী ৩ ই সেপ্টেম্বর ভারতের বাজারে তাদের নয়া দুই স্মার্টফোন Realme 7 ও Realme 7 Pro লঞ্চ করতে চলেছে। লঞ্চ ইভেন্টটি অনলাইনে অনুষ্ঠিত হবে। Realme 7 ও Realme 7 Pro স্মার্টফোনগুলি সম্বন্ধে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। তথ্য অনুযায়ী, Realme 7 Pro ফোনটিতে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ফুল এইচডি ডিসপ্লে আছে। ডিসপ্লেতে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা দেখা যাবে। ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০G প্রসেসর আছে। ফোনটি ৬ জিবি ও ৮ জিবি র্যাম অপশনে আসবে যাদের স্টোরেজ ক্ষমতা যথাক্রমে ৬৪ জিবি ও ১২৮ জিবি। ফোনটির পিছনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর লেন্সের কোয়াড ক্যামেরা সেটআপ দেখা যাবে। সামনে সেলফির জন্য ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। এছাড়াও ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সম্পন্ন ৪৫০০ mAh এর শক্তিশালী ব্যাটারি থাকবে। Realme 7 Pro এর স্পেসিফিকেশন জানা গেলেও Realme 7 এর স্পেসিফিকেশন সম্বন্ধে কোন তথ্য পাওয়া যায়নি।
OPPO F17 Series:
Oppo F17 সিরিজের স্মার্টফোন সম্বন্ধে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে, কিন্তু আগামী সেপ্টেম্বর মাসে ফোনটি ভারতের বাজারে লঞ্চ করবে তা নিশ্চিত। কোম্পানিও নয়া Oppo F17 সিরিজের স্মার্টফোন সম্বন্ধে টিজার তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। ফোনটির স্পেসিফিকেশন সম্বন্ধে বেশি কিছু জানা না গেলেও কিছু কিছু তথ্য টিজার থেকে পাওয়া গেছে। ফোনটিতে ৬.৪৩ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এর সাথে সাথে কোম্পানি দাবি করেছে নতুন Oppo F17 কোম্পানির সবচেয়ে সরু ফোন যা মাত্র ৭.৪৮ মিলিমিটার মোটা। ফোনের পিছনে থাকতে পারে কোয়াড ক্যামেরা সেটআপ। এতে থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা আর দুটি ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফির জন্য সামনে ১৬ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা থাকবে। স্মার্টফোনটির পাওয়ারের জন্য থাকতে পারে 4000 mAh ব্যাটারি, যা VOOC 4.0 এবং ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Infinix Note 7 ও Note 7 Lite:
Infinix কোম্পানিও আগামী সেপ্টেম্বর মাসে নতুন Infinix Note 7 ও Note 7 Lite ভারতের বাজারে লঞ্চ করবে। Infinix Note 7 স্মার্টফোনটিতে ৬.৯৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে দেখা যাবে। ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর ও ৬ জিবি র্যাম দেখা যাবে। ফোনটির পিছনে ট্রিপল ক্যামেরা সেটাপ থাকবে যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। সামনে সেলফির জন্য ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। অন্যদিকে Infinix Note 7 Lite ফোনটিতে ৬.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে থাকবে এবং এর প্রসেসর মিডিয়াটেক হেলিও পি২২ ও র্যাম ৪ জিবি। ফোনটির পিছনের ক্যামেরা Note 7 এর মতো হলেও সেলফির জন্য ৮ মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যাবে।Infinix Note 7 ও Note 7 Lite দুটি স্মার্টফোন XOS ৬.০ এর সাথে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম পাবে। দুটি স্মার্টফোনেই ৫০০০ mAh এর ব্যাটারি থাকবে যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে।