ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Discount Offer: এই ইলেকট্রিক গাড়ি একবার চার্জ দিলেই চলবে ৬৫০ কিলোমিটার, এখন মিলছে ২.৫ লাখ টাকার ডিসকাউন্টে

এই গাড়িটি এখন ভারতের বাজারে বেশ নাম করে নিয়েছে

Advertisement

চাইনিজ বিভিন্ন গাড়ি নির্মাতা কোম্পানিগুলি এখন ভারতে তাদের গাড়ি লঞ্চ করতে শুরু করেছে। মূলত ইলেকট্রিক গাড়ির জন্য এই ধরনের কোম্পানি খুবই জনপ্রিয় হতে শুরু করেছে ভারতীয় বাজারে। চাইনিজ জনপ্রিয় গাড়ি নির্মাতা কোম্পানি BYD ভারতের বাজারে লঞ্চ করে দিয়েছে তাদের নতুন গাড়ি BYD SEAL। এই গাড়িতে আপনারা ২.৫ লক্ষ্য টাকা মূল্যের সুবিধা পেয়ে যাচ্ছেন। এই গাড়িটির তিনটি ভেরিয়েন্ট এই মুহূর্তে ভারতের বাজারে উপলব্ধ রয়েছে। এই তিনটি হলো ডায়নামিক, প্রিমিয়াম এবং পারফরমেন্স। এই তিনটি ভেরিয়েন্টের সাথে বৈদ্যুতিক মডেলের উপরে পেয়ে যাচ্ছেন আপনারা নগদ ডিসকাউন্ট।

এই গাড়িতে আপনারা ২ লক্ষ টাকা পর্যন্ত নগদ ছাড় পেয়ে যাবেন। এর পাশাপাশি যদি আপনি প্রিমিয়াম ভেরিয়েন্ট কিনতে চান তাহলে ৫০ হাজার টাকা অতিরিক্ত ডিসকাউন্ট রয়েছে। এই উৎসবের মরশুমে আপনারা এই গাড়িতে একেবারে টপ স্পেসিফিকেশন এবং ভালো পারফরম্যান্স পেয়ে যাবেন। এই মুহূর্তে এই গাড়ির দাম ২ লক্ষ টাকা কমানো হয়েছে। এই অটোমেকারের ইলেকট্রিক সেডানের উপরে রয়েছে ভালো ডিসকাউন্ট অফার। এই গাড়িগুলোতে ৫০০০০ টাকা পর্যন্ত রক্ষণাবেক্ষণের প্যাকেজ আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই গাড়ির ব্যাপারে বিস্তারিত।

এই গাড়িটি মূলত তৈরি হয়েছে কোম্পানির 800V প্লাটফর্মের উপর ভিত্তি করে যার সাহায্যে সরাসরি ভাবে এই গাড়ির কর্মক্ষমতা অনেকটা উন্নত করা হয়েছে। এই গাড়িতে বিলাসবহুল অটোমেকার কোম্পানিটি দাবি করেছে, আপনারা মাত্র ৩.৮ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতি তুলতে পারবেন। এই গাড়ির সর্বাধিক গতি হতে চলেছে ২৪০ কিলোমিটার প্রতি ঘন্টা। এই গাড়িটিতে দুটি ব্যাটারি আপনারা পেয়ে যাবেন। এই ব্যাটারি প্যাক সহ এই গাড়িটি ৫১০ কিলোমিটারের রেঞ্জ আপনাকে অফার করবে ডাইনামিক ভেরিয়েন্টে। এই মডেলের দাম ৪১ লাখ টাকা হতে চলেছে। অন্যদিকে, প্রিমিয়াম ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন ৬৫০ কিমি রেঞ্জ ৪৫.৫৫ লাখ টাকার বিনিময়ে। এছাড়াও, এই গাড়ির পারফরমেন্স ভেরিয়েন্টে আপনারা পাবেন ৫৮০ কিলোমিটারের রেঞ্জ তবে, এই মডেলে আপনারা অনেক বেশি স্পিড দেখতে পাবেন এবং পাবেন আরো অনেক ভালো ভালো অপশন। এই পারফর্মেন্স মডেলের দাম হতে চলেছে ৫৩ লাখ টাকা।

Related Articles

Back to top button