দেশনিউজ

BREAKING: চন্দ্রযান ২ নিয়ে বড় খবর!

Advertisement

চন্দ্রযান ২, ভারতবাসীর কাছে এক গর্বের বিষয়। ২২ শে জুলাই শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপন করা হয়েছিল। যা চাঁদে ৭ ই সেপ্টেম্বর পৌছাবে বলে মনে করা হয়েছিল। কিন্তু চন্দ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার দূরত্ব থেকে বিক্রম ল্যান্ডার সাথে যোগোযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর। এবার ইসরোর দিকে সাহায্যের হাত বাড়াল নাসা।

আজ, সোমবার নাসার তরফে জানানো হয়েছে লুনার রেকোনাইজেন্স অরবিটার মঙ্গলবার চন্দ্রপৃষ্ঠে নামবে, এবং বিক্রম কি অবস্থায় আছে তার ছবি পাঠাবে। আপাতত ইসরোর কাছে এই শেষ ভরসা বিক্রমকে পাওয়ার, না হলে চন্দ্রযান ২ ব্যর্থ হবে।

Related Articles

Back to top button