Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিজেপির কেন্দ্রীয় ও রাজ্যস্তরে হতে চলেছে বড়সড় রদবদল

দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই একের পর এক রাজ্যে বিজেপির বিরুদ্ধে সুর চড়া করেছে বিরোধীরা। দেশ জুড়ে একের পর এক বিধানসভাতেও হারতে হয়েছে বিজেপিকে। এই অবস্থায়…

Avatar

দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই একের পর এক রাজ্যে বিজেপির বিরুদ্ধে সুর চড়া করেছে বিরোধীরা। দেশ জুড়ে একের পর এক বিধানসভাতেও হারতে হয়েছে বিজেপিকে। এই অবস্থায় বড়সড় রদবদল হতে চলেছে সর্বভারতীয় বিজেপিতে। জানা যাচ্ছে মকর সংক্রান্তির পরেই এই রদবদল ঘোষণা করা হবে। সবচেয়ে বড় বদলটা করা হচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে। বিজেপির সর্বভারতীয় সভাপতি পদ থেকে সরে যাচ্ছেন সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার জায়গায় স্থলাভিষিক্ত হতে চলেছেন জে পি নাড্ডা। আগামী ২০ তারিখ জে পি নাড্ডার হাতে দলের সমস্ত ভার তুলে দেবেন বর্তমান সভাপতি অমিত শাহ।

আরও পড়ুন : বাম ছাত্রদের শান্ত থাকার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী, শান্ত ভাবে প্রতিবাদ করার আবেদন করলেন

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার জন্য রাজ্য সভাপতিদের ভোট পাওয়া জরুরি। সে ভোট জে পি নাড্ডা পাবেন তা একপ্রকার নিশ্চিত। জানা যাচ্ছে আগামী ১৮ তারিখের মধ্যে এই ভোটাভুটি সম্পূর্ণ করা হবে। তারপর ২০ তারিখ এক দিল্লিতে এক অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান সভাপতি অমিত শাহ দায়িত্ব তুলে দেবেন নাড্ডার হাতে, অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

সর্বভারতীয় পদে পরিবর্তনের সাথে সাথে রাজ্য বিজেপির বিভিন্ন পদেও পরিবর্তন হবে বলে জানা গেছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার কথা শোনা গেলেও তা হচ্ছে না। রাজ্য সভাপতি থাকছেন দিলীপ ঘোষই। তবে অন্য পদগুলিতে কিছু পরিবর্তন হচ্ছে। মুকুল রায়ের গুরুত্ব বাড়তে পারে বলে শোনা যাচ্ছে। তবে তাকে ঠিক কি জাতীয় দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

আরও পড়ুন : দেশের আর্থিক সংকট, এরই মধ্যে বিজেপির ধনসম্পত্তির পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি

শোনা যাচ্ছে রাজ্য বিজেপির বড় কোনো পদে এবার আসতে পারে আরএসএস এর কেউ। কার্যকরী সভাপতির পদ দেওয়া হতে পারে তাকে। আর এক বছর পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তাই এখন দলে বড় কোনো রদবদল করলে তা দলের অন্দরে ক্ষোভ সৃষ্টি করতে পারে তাই এখনই রাজ্যে বড় কোনো রদবদলের পক্ষে নয় বিজেপি। এই সমস্ত ঘোষণা ২০ তারিখের মধ্যেই হয়ে যাবে বলে জানা যাচ্ছে বিজেপির তরফে।

About Author