‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’
কিন্তু নবজাতক যদি কন্যা সন্তান হয়, তাহলে তার জন্য উপযুক্ত বাসভূমি নেই। তার জন্য রয়েছে কাঁটাযুক্ত ঝোপ জঙ্গল, বা ডাস্টবিন। প্লাস্টিকে মুড়ে ছোট্ট শিশুটিকে ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে কিন্তু শিশুটি তখনো বেঁচে শিশুর কান্না শুনে শুনতে পান দক্ষিণ দিনাজপুরের কালিয়াগঞ্জ এর বাসিন্দা বিশ্বনাথ পাল নিজে যখন বুধবার রাতে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তখন তিনি শুনতে পান ওই কান্নার আওয়াজ। হাসপাতালের ঠিক পাশের ঝোপে কাঁদতে শোনা যায় ওই বাচ্চাটিকে।
বাচ্চাটিকে প্রথমেই সেই ভদ্রলোক নিজের বাড়িতে নিয়ে যান তারপরে বাচ্চাটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাচ্চাটিকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে।
এমন ঘটনা ঘটাতে এলাকাতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে সেটি খুঁজে বার করার চেষ্টা চলছে। কেন বারবার শিশুসন্তান কন্যাকে এমন ভাবে বলির শিকার হতে হবে, তার কি একটাই দোষ এমনি হয়ে জন্মেছে বলে?