শনিবার বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্মার্ট প্রিপেড মিটার লাগানোর কথা বলেছেন। তিনি প্রস্তাব দিয়েছেন আগামী তিন বছরের মধ্যে স্মার্ট মিটার লাগাতে হবে প্রত্যেক গ্রাহকের ঘরে। এর ফলে প্রথাগত মিটার বদলে পছন্দসই বিদ্যুৎ সরবরাহ সংস্থা বেছে নেওয়ার সুযোগ পাবে গ্রাহকরা।দেশের অধিকাংশ বিদ্যুৎ সংস্থা আর্থিক সংকটে জর্জরিত থাকায় স্মার্ট মিটার লাগানোর প্রস্তাব দেওয়া হয়, তবে সেই সব আর্থিক ঋণে জর্জরিত সংস্থার সাহায্যে কোনো প্রস্তাব পেশ করা হয়নি।
বাজেটে আরোও জানানো হয় যেসব শহরে এক কোটি মানুষের বসবাস সেখানে বায়ুদূষণ প্রতিহত করতে পুরনো তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা হবে এবং ঐ সমস্ত জমি বিকল্প প্রয়োজনে ব্যবহৃত হবে। রেল লাইনের ধারে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরীর কথাও বলা হয়েছে বাজেটে।
আরও পড়ুন : করোনা ভাইরাসে আক্রান্ত, চীনের উহান থেকে দেশে ফেরানো হল ৩২৪ জন ভারতীয়কে
রাজ্যের কর্তারা এই প্রস্তাবকে ইতিবাচক সিদ্ধান্ত বলে জানাচ্ছেন। তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি বিকল্প প্রয়োজনে ব্যবহৃত করার খাতে ৪৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আগামী ২০২০-২১ অর্থবর্ষে বিদ্যুৎ সহ অচিরাচরিত শক্তির ক্ষেত্রে ২২০০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছে নির্মলা সীতারমন।
তবে স্মার্ট মিটার লাগালে কিছু সমস্যাও দেখা যাবে, যেমন যারা মিটার দেখা , বিল তৈরীর কাজে নিযুক্ত তাদের কাজের অনিশ্চয়তা দেখা দিতে পারে। এছাড়াও স্মার্ট মিটার লাগাতে বিপুল অর্থ ব্যয় হবে বন্টন সংস্থাগুলির। বিশেষজ্ঞরা মনে করছেন একটি অঞ্চলে গ্রাহকদের পছন্দসই সংস্থা বেছে নেওয়ার ব্যবস্থা চালু করতেও সৃষ্টি হতে পারে অনেক জটিলতা।