Today Trending Newsদেশনিউজ
নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তাল রাজধানী, পুড়িয়ে দেওয়া হল বাস
Advertisement
নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর থেকেই দেশ জুড়ে বিক্ষোভে ফেটে পড়েছেন জনতা। উত্তর পূর্বের রাজ্যগুলোতে অগ্নিগর্ভ পরিস্থিতি। এবার সেই আগুনের আঁচ পৌঁছে গেল রাজধানীতে। নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল হয়ে উঠলো দিল্লি।
সকাল থেকে একের পর এক বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের সঙ্গে খন্ডযুদ্ধে জড়িয়ে পড়ে পুলিশ। চারটি বাস সম্পূর্ণ পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। পাথর ছোঁড়া হয় পুলিশকে লক্ষ্য করে। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে পুলিশ।
আরও পড়ুন : শান্তিরক্ষায় রাজ্যের বেশ কিছু জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ
গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে। যদিও জামিয়া মিলিয়ার ছাত্র সংসদের পক্ষ থেকে জানানো হয় এই বিক্ষোভে যুক্ত নয় বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্রছাত্রী।