নাগরিকত্ব বিল নিয়ে কোনো পরিস্থিতিতেই পিছু হটবে না কেন্দ্র, জানালেন অমিত শাহ
সংশোধিত নাগরিকত্ব বিল নিয়ে কেন্দ্রীয় সরকার কোনো মূল্যেই পিছু হটবে না। মঙ্গলবার সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টাইমস নাও কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন একথা। অমিত শাহ এদিন বলেন, ‘পৃথিবীর কোন দেশের নিজেদের নাগরিকদের রেজিস্টার নেই? তাহলে ভারতে নাগরিকদের নিজস্ব রেজিস্টার কেন হবে না?’ তিনি আরও বলেন এনআরসি হবে একথা রাজীব গান্ধী সর্বপ্রথম বলেছিলেন।
বিরোধী দলগুলোর কাছে তিনি জানতে চান, আগামী দিনে সমস্ত পাকিস্তানী নাগরিকদের আগামী দিনে ভারতীয় নাগরিকত্ব দেবেন কিনা? এরপরই তিনি বলেন, সংশোধিত নাগরিকত্ব আইনটি দেশে বসবাসকারীদের জন্য নয়। এটা যারা বাইরে থেকে ভারতীয় নাগরিকত্ব চাইছেন তাদের জন্য। তিনি কংগ্রেস সহ বাকি বিরোধী দলগুলোকে নাগরিকত্ব আইন নিয়ে একহাত নিয়েছেন।
অমিত শাহ দাবি করেন কংগ্রেস সহ বাকি বিরোধী দলগুলি দেশের সাধারণ মানুষ ও ছাত্রদের নাগরিকত্ব আইন নিয়ে ভুল বোঝাচ্ছে। বিভ্রান্ত করছে তারা সাধারণ মানুষকে। অমিত শাহ এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এনআরসি ও নাগরিকত্ব আইন চালু করতে না দেওয়ার প্রসঙ্গে বলেন, ‘এনআরসি এবং নাগরিকত্ব বিল কোনো রাজ্যের ইস্যু না, এটি কেন্দ্রীয় ইস্যু। সুতরাং কোনো রাজ্য বলতে পারে না যে এটা চালু করতে দেওয়া হবে না।’
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিরোধী দের সুপ্রীম কোর্টে যাওয়া প্রসঙ্গে অমিত শাহ বলেন, ‘এই বিলটি সংসদে সকলের সামনে পাশ হয়েছিল। সংসদের দুই কক্ষেই সকল সাংসদদের অনুমতিতে পাশ হয়েছিল বিলটি। তাই এটির বিরোধিতা করে সুপ্রীম কোর্টে যাওয়া বোকামি।’ রাহুল গান্ধীর ‘রাহুল সাভারকর’ কে নিয়ে করা মন্তব্য নিয়ে অমিত শাহ বলেন, ‘সাভারকর হওয়ার মতো দেশপ্রেম রাহুল গান্ধীর নেই।