প্রীতম দাস : আনাজের মূল্যবৃদ্ধিতে যখন মানুষ নাজেহাল, পেয়াজের ঝাঁজের চাইতে তার দামের ঝাঁজে মধ্যবিত্তের চোখে জল চলে আসছে এমন সময় কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন, দাম নিয়ন্ত্রণে প্রতি কিলো ১৫.৬৯ টাকা দরে পেয়াজ দেওয়া হবে। সূত্রের খবর, অবিলম্বে ৩০-৩৫ গাড়ি পিয়াজ আনা হবে।
প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তান থেকে প্যায়াজ আমদানি করা হবে। শোনা যাচ্ছে, কর্ণাটক থেকেও বিপুল পরিমাণে পেঁয়াজ বাজারে তোলা হচ্ছে। তবে আফগানিস্তানের পণ্যের উপর পাকিস্তানের কোনো সমস্যা না থাকলেও পাকিস্তানের উপর দিয়ে গাড়ি আশা নিয়ে অনেকেরই সংশয় চিন্তা পোষণ করছেন। তবে সব যদি ঠিকঠাক হয়ে যায় তবে আগের মত স্বাভাবিক হতে পারে পিয়াজের দাম।