ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে দেখা গেছে। ভিডিওটি কম করেও 34 লক্ষ মানুষ এখনো পর্যন্ত দেখে নিয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি কুকুর রাস্তায় কুন্ডলী পাকিয়ে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎই একটি চিতাবাঘ তার সামনে চলে আসে। তাকে দেখে স্বাভাবিক ভাবেই কুকুরটি ভয় পেয়ে যায়। কিন্তু ভয় পেয়ে থাকলেও সে সেটি চিতাবাঘকে বুঝতে দেয়নি। ক্রমাগত চিতাবাঘের সামনে সে চিৎকার করে যায়। এবং তার চিৎকারে চিতাবাঘটি ভয় পেয়ে যায় এবং আবার জঙ্গলে ফিরে যায়।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালনা পার্কে। সেখানে যাওয়া একজন পর্যটক এই ঘটনাটিকে ভিডিও করেন এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। ভিডিওটি দেখে সবাই এটা নিশ্চিত ছিল যে কুকুরটি ভয় পেয়েছিল। কারণ তার লেজটি তার দুপায়ের ফাঁকে ঢুকে গেছিল। তবে ভয় পেয়ে থাকলেও কিন্তু কুকুরটি চিতাবাঘকে সেটি বুঝতে দেয়নি। অত্যন্ত সাহসের সাথে সে ক্রমাগত চিৎকার করে গেছে। এই ভিডিওটি তিন সপ্তাহের মধ্যে প্রায় 34 লক্ষ মানুষ দেখে ফেলেছেন।
আমরা সবাই ‘মজন্তালি সরকার’ গল্পটি জানি। গল্পটি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা। মজন্তালি এক বিড়ালের মিথ্যে কথাতে জঙ্গলের সমস্ত হিংস্র পশুরাও নাকি বিড়ালটিকে ভয় পেত। তবে এই কুকুরের ঘটনা কোনো কাল্পনিক ঘটনা নয়। এটি একদম সত্যি ঘটনা। কুকুরটি একাই একটি চিতাকে জব্দ করার সাহস রাখে।