রাজ্যের শিক্ষকদের জন্য সরস্বতী পুজোর আগে নতুন খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের যেসমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের নিজেদের রাজ্যেই পোস্টিং দেওয়ার এদিন টুইট করে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, শিক্ষক হলেন আগামী প্রজন্মের কারিগর। তারাই আগামী প্রজন্মকে শিক্ষার মাধ্যমে এগিয়ে নিয়ে যাবেন। ছাত্র ও শিক্ষকদের ভুমিকা সমাজ গঠনের ক্ষেত্রে বিরাট অবদান রয়েছে। আজকের দিনের একজন পড়ুয়া যাতে আগামী দিনে নেতা হয় তার জন্য এক বিরাট ভুমিকা পালন করে শিক্ষক সম্প্রদায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমুখ্যমন্ত্রী এদিন এই সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এরফলে শিক্ষকরা নিজেদের পরিবারের দেখভাল করার পাশাপাশি মন দিয়ে পড়়াতে পারবেন। তাদের নজর ঠিকভাবে থাকবে দেশগঠনের মহান কাজ ব্রতী হওয়ার দিকে।