অরূপ মাহাত: কাশ্মীরে কাজ করতে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছিল পাঁচ বাঙালি শ্রমিকের। কপাল জোরে বেঁচে গিয়েছিলেন একজন। বিজেপির কাশ্মীর নীতির বিরোধিতা করে তার সঙ্গেই আরও ১৩৩ জন কর্মরত শ্রমিককে নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিল রাজ্য প্রশাসন। তখনই বিরোধীরা অভিযোগ করেছিল, রাজ্যে কাজ না পেয়ে ভিন রাজ্যে কাজ করার জন্য ভিটেমাটি ছেড়ে চলে যেতে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীদের।
রাজ্যের তরফে সেই অভিযোগের জবাব দিয়ে জানানো হয়, কাজের কোন অভাব নেই পশ্চিমবাংলায়। কাশ্মীর ফেরত শ্রমিকদের ক্ষতিপূরণ ও নিহতদের পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য। সেই মতো শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতিও।
আগামী ২০ নভেম্বর মুর্শিদাবাদের সাগরদিঘির এক জনসভা থেকে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে ফেরত আসা শ্রমিকদের হাতে। মুর্শিদাবাদের সাগরদিঘির বহালনগর গ্রামের ধুরামপাহাড় মাঠটিতে মুখ্যমন্ত্রীর সভাটি হবে বলে জানা গেছে।