শারীরিক প্রতিবন্ধকতা জয় করে স্কলারশিপের টাকা দান করলেন মুখ্যমন্ত্রীর তহবিলে

বড়ো কোনো কাজ করতে দরকার শুধু একটা বড়ো মনের। এটার জন্য নির্ভর করে না আপনি কতটা গরীব, কতটা ধনী। কি কথাটা খুব মিথ্যে লাগছে, তবে এখুনি পরিচিত হয়ে নিন এই…

Avatar

বড়ো কোনো কাজ করতে দরকার শুধু একটা বড়ো মনের। এটার জন্য নির্ভর করে না আপনি কতটা গরীব, কতটা ধনী। কি কথাটা খুব মিথ্যে লাগছে, তবে এখুনি পরিচিত হয়ে নিন এই তরুনির সাথে। যে সকলের সামনে আরো একবার প্রমাণ দিল যে ভালো কাজের জন্য দরকার শুধু একটা ভালো মনের।

শারীরিক ভাবে সে প্রতিবন্ধি, সে দাড়াতে পারে না এমনকি ভালো ভাবে বসতেও পারে না । তবু কি জীবন যুদ্ধে কোনো ভাবেই সে পিছিয়ে নেই, জীবনের সব প্রতিকূলতা র মধ্যে দিয়েই সে এগিয়ে চলছে কিশোরী শ্রীপর্ণা নন্দী, এখন সে গর বেতা থানার সার্বনি সারদা বিদ্যা মন্দিরের একাদশ শ্রেণীর ছাত্রী।

শারীরিক প্রতিবন্ধকতা র মধ্যে দিয়ে শুয়ে শুয়ে পরীক্ষা দিয়ে মাধ্যমিকের প্রাপ্ত নম্বর ৬৫ %। তার এর সাফল্যর জন্য। সরকার থেকে তাকে দেওয়া হয় ছয় হাজার টাকা স্কলারশিপ। সেই টাকা থেকেই সে করোনা মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রীর তহবিলে সে দান করে এক হাজার টাকা।