আজ সকালে মারা যান বাংলা সিনেমা জগতের প্রবাদপ্রতিম অভিনেতা, তৃণমূলের দুবারের সাংসদ এবং বিধায়ক তাপস পাল। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করে টুইট করেন মুখ্যমন্ত্রী। টুইটে মুখ্যমন্ত্রী বলেন, ‘তাপস পালের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। বাংলা সিনেমার একজন সুপারস্টার ছিলেন তিনি, ছিলেন তৃণমূল পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ওনার স্ত্রী নন্দিনী দেবী এবং মেয়ে সোহিনীকে আমার সমবেদনা জানাই।’
আজ সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন বাংলা সিনেমার প্রবাদপ্রতিম অভিনেতা তাপস পাল। আজ ভোর ৩.৩৫ মিনিট নাগাদ মৃত্যু হয় তার। দীর্ঘদিন হৃদরোগের সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসার জন্যে গত ১লা ফেব্রুয়ারি তাঁকে মুম্বাইয়ের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ভেন্টিলেশনে ছিলেন। পরিবার সূত্রে জানা যাচ্ছে চিকিৎসার জন্যে তাঁকে আমেরিকা নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আজ সকালে আবার পরিস্থিতি অবনতি হলে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন : বাঙালির জীবন থেকে চলে গেলেন অভিনেতা তাপস পাল
তাপস পালের মৃত্যুর খবর আসার পর থেকে শোকস্তব্ধ গোটা টলিউড। তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। সংবাদমাধ্যমে চিরঞ্জিত বলেছেন, ‘আমার ছোট ভাইকে হারালাম। ফিরতে পারলো না ও, চলে গেলো। একটা যুগের শেষ হলো।’